ক্রীড়া ডেস্ক
নিজেদের দলের পরাজয়ে কেউ কি খুশি হতে পারে? উল্লাস করতে পারে? সেই হার আবার ঘোর ‘শত্রু’র কাছে। ইরানিরা এমনই উল্লাসে মেতেছিল গতকাল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হারের পর!
যুক্তরাষ্ট্রের কাছে গোল খাওয়ার পরই উল্লাস মাতেন অনেক ইরানি দর্শক। হেরে যাওয়ার পর আরেকবার। কিন্তু কেন এই স্ববিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছেন ইরানি দর্শকেরা? ইরানি সাংবাদিক মাশাই আলিনেজাদ টুইট করেছেন, ‘ইরান এমন একটা দেশ, সেখানে মানুষ ফুটবল বলতে পাগল। এখন তারাই সানাদাজ শহরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর রাস্তায় নেমে এসেছে। এবং দলের পরাজয়ে আনন্দ করছে। তারা আসলে চাইছে না খেলাকে ব্যবহার করে সরকারের তার খুনে শাসনকে স্বাভাবিক করার চেষ্টা করুক।’
গত চার মাস ইরান উত্তপ্ত, অস্থিতিশীল হয়ে আছে মাশা আমিনির হত্যাকাণ্ডের পর। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর হাজার হাজার ইরানি রাজপথে নেমে এসে এ ঘটনার প্রতিবাদ করছে। গত কয়েক মাসে এতে মানুষ মারা গেছেন প্রায় ৩০০। ইরান ফুটবল দলও এ ঘটনার প্রতিবাদ করেছে বিশ্বকাপের মঞ্চে। নিজেদের প্রথম ম্যাচে খেলোয়াড়েরা জাতীয় সংগীতে একেবারেই চুপ ছিলেন। শোনা যাচ্ছে, এভাবে প্রতিবাদ করায় তাঁদের শাস্তি দিতে পারে সরকার।
নিজেদের দলের পরাজয়ে কেউ কি খুশি হতে পারে? উল্লাস করতে পারে? সেই হার আবার ঘোর ‘শত্রু’র কাছে। ইরানিরা এমনই উল্লাসে মেতেছিল গতকাল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হারের পর!
যুক্তরাষ্ট্রের কাছে গোল খাওয়ার পরই উল্লাস মাতেন অনেক ইরানি দর্শক। হেরে যাওয়ার পর আরেকবার। কিন্তু কেন এই স্ববিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছেন ইরানি দর্শকেরা? ইরানি সাংবাদিক মাশাই আলিনেজাদ টুইট করেছেন, ‘ইরান এমন একটা দেশ, সেখানে মানুষ ফুটবল বলতে পাগল। এখন তারাই সানাদাজ শহরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর রাস্তায় নেমে এসেছে। এবং দলের পরাজয়ে আনন্দ করছে। তারা আসলে চাইছে না খেলাকে ব্যবহার করে সরকারের তার খুনে শাসনকে স্বাভাবিক করার চেষ্টা করুক।’
গত চার মাস ইরান উত্তপ্ত, অস্থিতিশীল হয়ে আছে মাশা আমিনির হত্যাকাণ্ডের পর। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর হাজার হাজার ইরানি রাজপথে নেমে এসে এ ঘটনার প্রতিবাদ করছে। গত কয়েক মাসে এতে মানুষ মারা গেছেন প্রায় ৩০০। ইরান ফুটবল দলও এ ঘটনার প্রতিবাদ করেছে বিশ্বকাপের মঞ্চে। নিজেদের প্রথম ম্যাচে খেলোয়াড়েরা জাতীয় সংগীতে একেবারেই চুপ ছিলেন। শোনা যাচ্ছে, এভাবে প্রতিবাদ করায় তাঁদের শাস্তি দিতে পারে সরকার।
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৩ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৪ ঘণ্টা আগে