ক্রীড়া ডেস্ক
বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে