ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির ‘অক্সিজেন’ তিনি। আর স্পেনের ‘কম্পিউটার’। মাঝমাঠে ডিফেন্ডার ও আক্রমণভাগে সেতু তৈরি করতে তাঁর মতো নিপুণ কারিগর বর্তমান ফুটবল বিশ্বে আর কজন আছেন?
গত ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোয় দাপুটে জয়ের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘আমাদের রদ্রি আছে, যে এক নিখুঁত কম্পিউটার। সে সবকিছু ব্যবস্থা করতে পারে।’
রদ্রি গুরুর কথার প্রমাণ দিয়ে স্পেনকে রেকর্ড চতুর্থ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আগে গত মৌসুমে পেপ গার্দিওলাকে এনে দেন রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ। কিন্তু সেই রদ্রিকে এই মৌসুমে আর পাচ্ছেন না স্প্যানিশ কোচ।
পরশু রাতে লিগে নিজেদের মাঠ ইতিহাদে আর্সেনালের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে চোটে পড়েন ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ২১ মিনিটে মাঠ ছাড়তে হয় রদ্রিকে। হাঁটুর চোটে (এসিএলে চোট) পড়ায় এ মৌসুম শেষ হয়ে গেল তাঁর—বেশ কিছু গণমাধ্যমের বরাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক সাইট ব্লিচার রিপোর্ট ফুটবল।
শিষ্যের চোট নিয়ে আর্সেনাল ম্যাচ শেষে গার্দিওলা বলেছিলেন, ‘রদ্রি শক্তিশালী। সে কিছু একটা অনুভব করায় মাঠে ছেড়ে ছিল। অন্যথায় রদ্রি এখানে থাকত। সে বিশ্বের সেরা মিডফিল্ডার। ব্যালন ডি’অর বিজয়ীদের সম্ভাব্যদের একজন। তাকে ব্যালন ডি’অর জিততে দেখলে ভালো লাগবে।’
সিটিকে লিগ ও স্পেনকে ইউরো জিতিয়ে এবারের ব্যালন ডি’অর বিজয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন রদ্রি। কিন্তু চলতি মৌসুম তাঁর শেষ হতে বসেছে ৬৬ মিনিট খেলে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলে সিটি ছয় ম্যাচ খেলেছে। কিন্তু কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেননি রদ্রি। ছিলেন বেঞ্চে বসেও।
আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা রদ্রি ক্লাব ও জাতীয় দলের হয়ে গত ৮৪ ম্যাচে হেরেছেন মাত্র ১ ম্যাচ। সিটির হয়ে গত মৌসুমে ৬৩ ম্যাচে মাঠে দেখা গেছে তাঁকে। খেলেছেন ৫ হাজার মিনিট। এমন এক খেলোয়াড় চোটে পড়ায় কপালে ভাঁজ পড়েছে গার্দিওলার। সিটির কোচ শিষ্যকে নিয়ে বলেছেন, ‘আমি জানি না কী ঘটছে, তবে এটা দুশ্চিন্তার বিষয়।’
ম্যানচেস্টার সিটির ‘অক্সিজেন’ তিনি। আর স্পেনের ‘কম্পিউটার’। মাঝমাঠে ডিফেন্ডার ও আক্রমণভাগে সেতু তৈরি করতে তাঁর মতো নিপুণ কারিগর বর্তমান ফুটবল বিশ্বে আর কজন আছেন?
গত ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোয় দাপুটে জয়ের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘আমাদের রদ্রি আছে, যে এক নিখুঁত কম্পিউটার। সে সবকিছু ব্যবস্থা করতে পারে।’
রদ্রি গুরুর কথার প্রমাণ দিয়ে স্পেনকে রেকর্ড চতুর্থ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আগে গত মৌসুমে পেপ গার্দিওলাকে এনে দেন রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ। কিন্তু সেই রদ্রিকে এই মৌসুমে আর পাচ্ছেন না স্প্যানিশ কোচ।
পরশু রাতে লিগে নিজেদের মাঠ ইতিহাদে আর্সেনালের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে চোটে পড়েন ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ২১ মিনিটে মাঠ ছাড়তে হয় রদ্রিকে। হাঁটুর চোটে (এসিএলে চোট) পড়ায় এ মৌসুম শেষ হয়ে গেল তাঁর—বেশ কিছু গণমাধ্যমের বরাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক সাইট ব্লিচার রিপোর্ট ফুটবল।
শিষ্যের চোট নিয়ে আর্সেনাল ম্যাচ শেষে গার্দিওলা বলেছিলেন, ‘রদ্রি শক্তিশালী। সে কিছু একটা অনুভব করায় মাঠে ছেড়ে ছিল। অন্যথায় রদ্রি এখানে থাকত। সে বিশ্বের সেরা মিডফিল্ডার। ব্যালন ডি’অর বিজয়ীদের সম্ভাব্যদের একজন। তাকে ব্যালন ডি’অর জিততে দেখলে ভালো লাগবে।’
সিটিকে লিগ ও স্পেনকে ইউরো জিতিয়ে এবারের ব্যালন ডি’অর বিজয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন রদ্রি। কিন্তু চলতি মৌসুম তাঁর শেষ হতে বসেছে ৬৬ মিনিট খেলে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলে সিটি ছয় ম্যাচ খেলেছে। কিন্তু কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেননি রদ্রি। ছিলেন বেঞ্চে বসেও।
আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা রদ্রি ক্লাব ও জাতীয় দলের হয়ে গত ৮৪ ম্যাচে হেরেছেন মাত্র ১ ম্যাচ। সিটির হয়ে গত মৌসুমে ৬৩ ম্যাচে মাঠে দেখা গেছে তাঁকে। খেলেছেন ৫ হাজার মিনিট। এমন এক খেলোয়াড় চোটে পড়ায় কপালে ভাঁজ পড়েছে গার্দিওলার। সিটির কোচ শিষ্যকে নিয়ে বলেছেন, ‘আমি জানি না কী ঘটছে, তবে এটা দুশ্চিন্তার বিষয়।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১১ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে