ক্রীড়া ডেস্ক
পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন।
সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে।
একটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’
পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।
পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন।
সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে।
একটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’
পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে