ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছেন আর্জেন্টাইনরা। এত প্রতীক্ষার পর তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে দেশটির রাজধানী বুয়েনস এইরেস যেন এখন উৎসবের নগরী। সবার অপেক্ষা কখন শিরোপা নিয়ে ফিরবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকার হারিয়ে লা আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের পর থেকে রাস্তায় নেমে আসেন আর্জেন্টাইনরা। লাখ লাখ মানুষ মেতে ওঠে আনন্দে। এখন শিরোপাজয়ী লিওনেল স্কালোনির শিষ্যদের স্বাগত জানাতে প্রস্তুত তারা।
এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার ইংরেজি সংবাদ মাধ্যম বুয়েনস এইরেস টাইমস। ৬৩ বছর বয়সী রোসা রদ্রিগেজ নামের এক আর্জেন্টাইন নাগরিক বলেছেন, ‘অবশ্যই, খেলোয়াড়দের সবাইকে দেখার জন্য তর সইছে না। এটা খুব ভালো দল, যারা আমাদের গর্বিত করেছে। যখন তাঁরা পৌঁছাবে খুব বড়সড় এক উদ্যাপন হবে।’
আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর এখন ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছেন, কখন এই বিমান বুয়েনস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমান বন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা একটাই!
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা বিমানটির।
সোনালি শিরোপা জয়ের পর মাঠেই পরিবার-বন্ধু-সতীর্থদের নিয়ে দীর্ঘ উদযাপনে মাতেন মেসিরা। বাড়ি ফেরার বিমানেও চলছে স্কালোনির শিষ্যদের শিরোপা উদযাপন। সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিচ্ছেন তাঁরা।
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছেন আর্জেন্টাইনরা। এত প্রতীক্ষার পর তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে দেশটির রাজধানী বুয়েনস এইরেস যেন এখন উৎসবের নগরী। সবার অপেক্ষা কখন শিরোপা নিয়ে ফিরবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকার হারিয়ে লা আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের পর থেকে রাস্তায় নেমে আসেন আর্জেন্টাইনরা। লাখ লাখ মানুষ মেতে ওঠে আনন্দে। এখন শিরোপাজয়ী লিওনেল স্কালোনির শিষ্যদের স্বাগত জানাতে প্রস্তুত তারা।
এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার ইংরেজি সংবাদ মাধ্যম বুয়েনস এইরেস টাইমস। ৬৩ বছর বয়সী রোসা রদ্রিগেজ নামের এক আর্জেন্টাইন নাগরিক বলেছেন, ‘অবশ্যই, খেলোয়াড়দের সবাইকে দেখার জন্য তর সইছে না। এটা খুব ভালো দল, যারা আমাদের গর্বিত করেছে। যখন তাঁরা পৌঁছাবে খুব বড়সড় এক উদ্যাপন হবে।’
আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর এখন ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছেন, কখন এই বিমান বুয়েনস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমান বন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা একটাই!
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা বিমানটির।
সোনালি শিরোপা জয়ের পর মাঠেই পরিবার-বন্ধু-সতীর্থদের নিয়ে দীর্ঘ উদযাপনে মাতেন মেসিরা। বাড়ি ফেরার বিমানেও চলছে স্কালোনির শিষ্যদের শিরোপা উদযাপন। সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিচ্ছেন তাঁরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে