ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে নঁতের বিপক্ষে ধাক্কা খেয়েছিল পিএসজি। গোল মিসের খেসারত দিয়ে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে এক ম্যাচ বাদেই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে গত রাতে আবার জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার দুটো গোলেরই কারিগর মেসি। অন্য গোলটি করেছেন দানিলো পেরেরা। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে সেন্ট এতিয়েন।
ঘরের মাঠে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামে পিএসজি। কিন্তু শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের ৪২ মিনিটে মেসি ও এমবাপ্পের যুগলবন্দীতে সমতায় ফেরে পিএসজি। মেসির পাস ধরে বক্সে ঢুকে এতিয়েনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল।
দ্রুত ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। দ্বিতীয় গোলটাও আসে মেসি-এমবাপ্পে রসায়ন থেকে। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ক্ষিপ্র গতিতে এসে এতিয়েনের পোস্ট ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে ৩-১ ব্যবধান করে ফেলে পিএসজি। এমবাপ্পের পাস থেকে গোল করেন দানিলো।
ম্যাচে ৬২ ভাগ বলের দখল ছিল পিএসজির পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১ শটের ৮টিই লক্ষ্যে রাখেন মেসি-এমবাপ্পেরা। ৩৮ ভাগ বল দখলের পাশাপাশি ১৩টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে সেন্ট এতিয়েন। তবে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে নঁতের বিপক্ষে ধাক্কা খেয়েছিল পিএসজি। গোল মিসের খেসারত দিয়ে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে এক ম্যাচ বাদেই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে গত রাতে আবার জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার দুটো গোলেরই কারিগর মেসি। অন্য গোলটি করেছেন দানিলো পেরেরা। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে সেন্ট এতিয়েন।
ঘরের মাঠে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামে পিএসজি। কিন্তু শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের ৪২ মিনিটে মেসি ও এমবাপ্পের যুগলবন্দীতে সমতায় ফেরে পিএসজি। মেসির পাস ধরে বক্সে ঢুকে এতিয়েনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল।
দ্রুত ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। দ্বিতীয় গোলটাও আসে মেসি-এমবাপ্পে রসায়ন থেকে। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ক্ষিপ্র গতিতে এসে এতিয়েনের পোস্ট ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে ৩-১ ব্যবধান করে ফেলে পিএসজি। এমবাপ্পের পাস থেকে গোল করেন দানিলো।
ম্যাচে ৬২ ভাগ বলের দখল ছিল পিএসজির পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১ শটের ৮টিই লক্ষ্যে রাখেন মেসি-এমবাপ্পেরা। ৩৮ ভাগ বল দখলের পাশাপাশি ১৩টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে সেন্ট এতিয়েন। তবে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১২ ঘণ্টা আগে