ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আবারও কলম্বিয়ার সামনে সুবর্ণ সুযোগ। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি এখন দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।কলম্বিয়ানদের জন্য দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
কোপার ফাইনাল ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে কলম্বিয়ায়। নিউইয়র্কের কুইনস কলেজে গতকাল সংবাদ সম্মেলনে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কলম্বিয়ানদের একতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই দিনটি সাধারণ ছুটি হিসেবে উদ্যাপন করব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন বাড়িতে বসে দিনটি উপভোগ করতে পারেন। নাচ-গানের পাশাপাশি প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে উপভোগ করা যেন যায়-তাতেই এই ছুটির ব্যবস্থা করা।’
উরুগুয়ের বিপক্ষে পরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। সেই ম্যাচে ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেমির সেই ন্যক্কারজনক ঘটনা নিয়েও কথা বলেছেন পেদ্রো। কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেন, ‘কলম্বিয়ার জাতীয় ফুটবল দল কোনো ধরনের সহিংসতার পক্ষে নয় এই দল সব সময় একতার প্রতিনিধিত্ব করে। কলম্বিয়ার জাতীয় পতাকা সব সময় ঐক্যের প্রতিনিধিত্ব করে।
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই। ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হারে হামেস রদ্রিগেজরা। ১৯৯২-৯৪ পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল সর্বোচ্চ। কোপার সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড অতিক্রম করে কলম্বিয়া। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটির সরকারি ছুটি উদ্যাপন সার্থক হবে।
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আবারও কলম্বিয়ার সামনে সুবর্ণ সুযোগ। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি এখন দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।কলম্বিয়ানদের জন্য দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
কোপার ফাইনাল ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে কলম্বিয়ায়। নিউইয়র্কের কুইনস কলেজে গতকাল সংবাদ সম্মেলনে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কলম্বিয়ানদের একতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই দিনটি সাধারণ ছুটি হিসেবে উদ্যাপন করব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন বাড়িতে বসে দিনটি উপভোগ করতে পারেন। নাচ-গানের পাশাপাশি প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে উপভোগ করা যেন যায়-তাতেই এই ছুটির ব্যবস্থা করা।’
উরুগুয়ের বিপক্ষে পরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। সেই ম্যাচে ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেমির সেই ন্যক্কারজনক ঘটনা নিয়েও কথা বলেছেন পেদ্রো। কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেন, ‘কলম্বিয়ার জাতীয় ফুটবল দল কোনো ধরনের সহিংসতার পক্ষে নয় এই দল সব সময় একতার প্রতিনিধিত্ব করে। কলম্বিয়ার জাতীয় পতাকা সব সময় ঐক্যের প্রতিনিধিত্ব করে।
টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই। ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হারে হামেস রদ্রিগেজরা। ১৯৯২-৯৪ পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল সর্বোচ্চ। কোপার সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড অতিক্রম করে কলম্বিয়া। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটির সরকারি ছুটি উদ্যাপন সার্থক হবে।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
৯ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে