ক্রীড়া ডেস্ক
মৃত্যু কখন যে কার দরজায় কড়া নাড়বে, সেটা একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন। এই যেমন কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা। মাত্র ২২ বছর বয়স, ঘুণাক্ষরেও কি তাঁর মৃত্যুর কথা ভাবতে পেরেছিলেন! গতকাল অনুশীলন সেশনে জ্ঞান হারিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।
গতকাল আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব আতলেতিকো টুকুমানের ট্রেনিং সেশনে অনুশীলন করছিলেন বালান্তা। সেই সময় জ্ঞান হারান তিনি। ক্লাবের মেডিক্যাল স্টাফরা তাঁকে বাচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সেন্ট্রো ডি স্যালুড হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা কলম্বিয়ান এই মিডফিল্ডারকে মৃত ঘোষণা করেন।
বালান্তার মৃত্যুর খবর ক্লাব তার আত্মীয় স্বজনকে জানিয়েছিল। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’
২০২১ এর জুলাইতে ডেপোর্টিভো কালি ক্লাব থেকে আতলেতিকো টুকুমানে এসেছিলেন বালান্তা। টুকুমান ক্লাবে ৭ ম্যাচে কোনো গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর ডেপোর্টিভো কালি ক্লাবে ১১৬ ম্যাচে করেছেন ৪ গোল এবং এক অ্যাসিস্ট।
মৃত্যু কখন যে কার দরজায় কড়া নাড়বে, সেটা একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন। এই যেমন কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা। মাত্র ২২ বছর বয়স, ঘুণাক্ষরেও কি তাঁর মৃত্যুর কথা ভাবতে পেরেছিলেন! গতকাল অনুশীলন সেশনে জ্ঞান হারিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।
গতকাল আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব আতলেতিকো টুকুমানের ট্রেনিং সেশনে অনুশীলন করছিলেন বালান্তা। সেই সময় জ্ঞান হারান তিনি। ক্লাবের মেডিক্যাল স্টাফরা তাঁকে বাচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সেন্ট্রো ডি স্যালুড হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা কলম্বিয়ান এই মিডফিল্ডারকে মৃত ঘোষণা করেন।
বালান্তার মৃত্যুর খবর ক্লাব তার আত্মীয় স্বজনকে জানিয়েছিল। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’
২০২১ এর জুলাইতে ডেপোর্টিভো কালি ক্লাব থেকে আতলেতিকো টুকুমানে এসেছিলেন বালান্তা। টুকুমান ক্লাবে ৭ ম্যাচে কোনো গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর ডেপোর্টিভো কালি ক্লাবে ১১৬ ম্যাচে করেছেন ৪ গোল এবং এক অ্যাসিস্ট।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৬ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে