ক্রীড়া ডেস্ক
ঢাকা: টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তালিকায় বাকিদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–১ গোলে রুখে দিয়ে ইউরোর এখন পর্যন্ত বড় অঘটনটা ঘটাল হাঙ্গেরি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই জমিয়েও হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে পুসকাসের উত্তরসূরিরা।
একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তির ওপর দলের প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়। আরেক ফেবারিট জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ হারিয়ে ফ্রান্সের শুরুটাও ছিল ফেবারিটের মতো। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দিদিয়ের দেশমের দলকে মাটিতে নামাল হাঙ্গেরি। সেই সঙ্গে ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল ফ্রান্সের। পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কাও বাদ দিতে পারছেন না এমবাপ্পে–গ্রিজমানরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় শুরু থেকেই ফ্রান্সের গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে হাঙ্গেরি। স্বাগতিকদের চাপের মুখে একাধিকবার খেই হারিয়েছে ফরাসি রক্ষণ। তেমনই এক আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। আতিলা ফিওলার এই গোলে চাপে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর ফ্রান্স অবশ্য আক্রমণের ধার বাড়ায়। এমবাপ্পে–গ্রিজমানরাও ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেন। তবে ফ্রান্সের একাধিক আক্রমণের ঝড় দারুণ দক্ষতায় রুখে দেন হাঙ্গেরিয়ান গোলরক্ষক। ৬৬ মিনিটে অবশ্য গ্রিজমানকে আর আটকানো যায়নি। দারুণ এক আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় স্বদেশি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন গ্রিজমান (৭)। সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের।
ইউরোর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচে জয়–পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্ব। তার আগে অবশ্য আজ রাতে পর্তুগাল–জার্মানির ম্যাচটির ফলের দিকে চোখ রাখতে হবে দেশমের দলকে।
ঢাকা: টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তালিকায় বাকিদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–১ গোলে রুখে দিয়ে ইউরোর এখন পর্যন্ত বড় অঘটনটা ঘটাল হাঙ্গেরি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই জমিয়েও হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে পুসকাসের উত্তরসূরিরা।
একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তির ওপর দলের প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়। আরেক ফেবারিট জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ হারিয়ে ফ্রান্সের শুরুটাও ছিল ফেবারিটের মতো। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দিদিয়ের দেশমের দলকে মাটিতে নামাল হাঙ্গেরি। সেই সঙ্গে ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল ফ্রান্সের। পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কাও বাদ দিতে পারছেন না এমবাপ্পে–গ্রিজমানরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় শুরু থেকেই ফ্রান্সের গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে হাঙ্গেরি। স্বাগতিকদের চাপের মুখে একাধিকবার খেই হারিয়েছে ফরাসি রক্ষণ। তেমনই এক আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। আতিলা ফিওলার এই গোলে চাপে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর ফ্রান্স অবশ্য আক্রমণের ধার বাড়ায়। এমবাপ্পে–গ্রিজমানরাও ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেন। তবে ফ্রান্সের একাধিক আক্রমণের ঝড় দারুণ দক্ষতায় রুখে দেন হাঙ্গেরিয়ান গোলরক্ষক। ৬৬ মিনিটে অবশ্য গ্রিজমানকে আর আটকানো যায়নি। দারুণ এক আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় স্বদেশি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন গ্রিজমান (৭)। সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের।
ইউরোর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচে জয়–পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্ব। তার আগে অবশ্য আজ রাতে পর্তুগাল–জার্মানির ম্যাচটির ফলের দিকে চোখ রাখতে হবে দেশমের দলকে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ few সেকেন্ড আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে