ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোমারিও। ক্লাব ফুটবলেও শিরোপা জিতেছেন ভূরিভূরি। চাওয়া-পাওয়ার আর কিছু বাকি তো থাকার কথা নয়। বয়সও হয়ে গেছে ৫৮। তবে ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ হয়তো মনেপ্রাণে বিশ্বাস করেন রোমারিও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার তাই আবারও চান ফিরতে।
আমেরিকা আরজে ক্লাবের হয়ে ২০০৯ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন রোমারিও। ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার এ বছরের ফেব্রুয়ারিতেই হয়েছেন ক্লাবটির সভাপতি। আমেরিকা আরজে ক্লাবেই এ বছর চুক্তিবদ্ধ হয়েছেন রোমারিওর ছেলে রোমারিনহো। ছেলের সঙ্গে খেলতে ১৫ বছর পর অবসর ভেঙে ফেরার পরিকল্পনা রোমারিওর। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এমন খবর জানিয়েছে। আমেরিকা আরজে ক্লাবটি দ্বিতীয় বিভাগের ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে খেলবে এবার। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১৯৯৪ বিশ্বজয়ী কিংবদন্তি লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই যে চ্যাম্পিয়নশিপে পুরোপুরি খেলব না। তবে আমার ভালোবাসার দল মেকাওয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে চাই। আমি আরও এক স্বপ্ন পূরণ করতে চাই। সেটা হলো, আমার ছেলের সঙ্গে খেলতে চাই।’
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিও আছেন ৪ নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে ৭১ ম্যাচ খেলে তিনি করেন ৫৫ গোল। ৭৯ গোল করে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের কীর্তি নেইমারের। ৭৭ ও ৬২ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২ ও ৩ আছেন পেলে ও রোনালদো। সেলেসাওদের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলে রোমারিওর সঙ্গে ছিলেন কাফু, দুঙ্গার মতো তারকারাও। ফাইনালে ইতালির সঙ্গে ম্যাচ প্রথমে গোলশূন্য ড্র হয়। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। একটি করে গোল করেন দুঙ্গা ও রোমারিও। সেলেসাওদের জার্সিতে দুবার কোপা আমেরিকা ও একটি ফিফা কনফেডারেশনস কাপ জেতেন রোমারিও। ভাস্কো দা গামা, ফ্ল্যামেঙ্গো, আমেরিকা আরজের শিরোপায় ভর্তি রোমারিওর শোকেস। বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের কীর্তিও রয়েছে তাঁর।
২০০৯ সালে অবসরের পর ২০১০ সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় রোমারিওর। ২০১৪ সালে সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৮ মে পেত্রোপলিসের বিপক্ষে এটু ক্যারিওকা রাউন্ডে খেলবে আমেরিকা। গুলিট কুতিনহো স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোমারিও। ক্লাব ফুটবলেও শিরোপা জিতেছেন ভূরিভূরি। চাওয়া-পাওয়ার আর কিছু বাকি তো থাকার কথা নয়। বয়সও হয়ে গেছে ৫৮। তবে ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ হয়তো মনেপ্রাণে বিশ্বাস করেন রোমারিও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার তাই আবারও চান ফিরতে।
আমেরিকা আরজে ক্লাবের হয়ে ২০০৯ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন রোমারিও। ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার এ বছরের ফেব্রুয়ারিতেই হয়েছেন ক্লাবটির সভাপতি। আমেরিকা আরজে ক্লাবেই এ বছর চুক্তিবদ্ধ হয়েছেন রোমারিওর ছেলে রোমারিনহো। ছেলের সঙ্গে খেলতে ১৫ বছর পর অবসর ভেঙে ফেরার পরিকল্পনা রোমারিওর। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী ফুটবলার গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এমন খবর জানিয়েছে। আমেরিকা আরজে ক্লাবটি দ্বিতীয় বিভাগের ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে খেলবে এবার। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১৯৯৪ বিশ্বজয়ী কিংবদন্তি লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই যে চ্যাম্পিয়নশিপে পুরোপুরি খেলব না। তবে আমার ভালোবাসার দল মেকাওয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে চাই। আমি আরও এক স্বপ্ন পূরণ করতে চাই। সেটা হলো, আমার ছেলের সঙ্গে খেলতে চাই।’
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিও আছেন ৪ নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে ৭১ ম্যাচ খেলে তিনি করেন ৫৫ গোল। ৭৯ গোল করে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের কীর্তি নেইমারের। ৭৭ ও ৬২ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২ ও ৩ আছেন পেলে ও রোনালদো। সেলেসাওদের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলে রোমারিওর সঙ্গে ছিলেন কাফু, দুঙ্গার মতো তারকারাও। ফাইনালে ইতালির সঙ্গে ম্যাচ প্রথমে গোলশূন্য ড্র হয়। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। একটি করে গোল করেন দুঙ্গা ও রোমারিও। সেলেসাওদের জার্সিতে দুবার কোপা আমেরিকা ও একটি ফিফা কনফেডারেশনস কাপ জেতেন রোমারিও। ভাস্কো দা গামা, ফ্ল্যামেঙ্গো, আমেরিকা আরজের শিরোপায় ভর্তি রোমারিওর শোকেস। বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের কীর্তিও রয়েছে তাঁর।
২০০৯ সালে অবসরের পর ২০১০ সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় রোমারিওর। ২০১৪ সালে সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৮ মে পেত্রোপলিসের বিপক্ষে এটু ক্যারিওকা রাউন্ডে খেলবে আমেরিকা। গুলিট কুতিনহো স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে