ক্রীড়া ডেস্ক
পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে।
এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’
পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’
এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার।
বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।
পেনালটি নিয়ে নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝামেলা এখনো পুরোপুরি মিটে যায়নি। এর মধ্যে আবার তিনি আর একটা অভিযোগ করেছিলেন। উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর তিনি অভিযোগ করেছিলেন, ফ্রান্সের চেয়ে পিএসজিতে কম স্বাধীনতা পান। তাঁর এমন অভিযোগে ফরাসি স্ট্রাইকারের পিএসজিতে ভালো না থাকা নিয়ে আবারও গুঞ্জন তৈরি হয়েছে।
এমবাপ্পের অভিযোগ যে সত্য, সেটা স্বীকারও করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। তিনি বলেছেন, ‘তার বিশ্লেষণ সঠিক। সে ফ্রান্স দলের হয়ে যে সুযোগ পায়, এখানে সেটা পায় না। প্রাক্-মৌসুমে তার সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি। ক্লাব সভাপতি ও লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা বলেছি।’
পিএসজিতে এমবাপ্পে স্বাধীনভাবে খেলার সুযোগ কেন পাচ্ছেন না, সেই কারণটাও ব্যাখ্যা করেছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘আমাদের সবাই একমত হয়েছিলাম যে আক্রমণভাগে চতুর্থ একজন ফুটবলার প্রয়োজন। কিন্তু আমরা কাউকে নিতে পারিনি। তবে তার জাতীয় দলে এ রকম একজন খেলোয়াড় আছে। তাই সে ফ্রান্সে স্বাধীনভাবে খেলতে পারে। আমরা এখানে ভিন্ন কৌশলে খেলি। ক্লাবে নেইমার, লিওনেল মেসি ও এমবাপ্পের কৌশলগত সম্পর্ক জাতীয় দলের চেয়ে আলাদা।’
এমবাপ্পে ফ্রান্স দলে স্বাধীনতা পান অলিভার জিরুর সৌজন্যে। ফ্রান্সের হয়ে আক্রমণভাগের চতুর্থ ফুটবলার হিসেবে খেলেন এসি মিলানের এই স্ট্রাইকার। তিনি নিচে নেমে রক্ষণের দিকটা দখলে রেখে এমবাপ্পেকে খেলার সুযোগ করে দেন। এতে করে জাতীয় দলে স্বাধীনভাবে খেলতে পারেন ২৩ বছর বয়সী পিএসজির এই স্ট্রাইকার।
বিরতি শেষে আগামীকাল রাতে মাঠে নামবে পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিস। গুরুর সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন নেইমার-মেসি-এমবাপ্পেরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৯ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে