৩৬ কোটি টাকা জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১৪: ৫২

বড় অঙ্কের অর্থ জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার। ব্রাজিলের এক আদালত জানিয়ে দিয়েছেন, পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়া নিজের বিল্ডিংয়ে হ্রদ নির্মাণের জন্য ৩ মিলিয়ন ডলারের যে শাস্তি ধার্য করা হয়েছে আল হিলাল তারকার ওপর, সেটি দিতে হবে না। 

গত বছর পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়াই রিও ডি জেনিরোর উপকণ্ঠে নিজের অট্টালিকায় একটি হ্রদ নির্মাণ করছিলেন নেইমার। তার জন্য মাঙ্গারাতিবা শহর কাউন্সিল চারটি শাস্তি মিলিয়ে মোট ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) আর্থিক জরিমানা করেন তাঁকে। 

তবে রাজ্যের পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ আইএনইএর বরাতে বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো জানিয়ে দিয়েছেন, এই প্রজেক্টের জন্য পরিবেশবিষয়ক বিশেষ কোনো অনুমতির দরকার নেই। 

রিও ডি জেনিরোর বাইরে, অর্থাৎ ১৩০ কিলোমিটার দূরে পর্যটন শহর হিসেবে পরিচিত মাঙ্গারাতিবায় খেলোয়াড়দের বাসভবনে এই কৃত্রিম হ্রদ করছেন নেইমার। এর জন্য পরিবেশ লংঘনের অভিযোগ এনে শাস্তি হিসেবে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করে শহরটির কাউন্সিল।

নেইমার মাঙ্গারাতিবায় বাসভবনটি কেনেন ২০১৬ সালে। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়ার বরাতে এএফপি জানিয়েছে, এখানে হেলিপোর্ট, স্পা ও জিমনেশিয়াম রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত