ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে নতুন মৌসুম। লিগ-১ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই গতকাল বিশাল জয়ে শুরু করেছে নিজেদের লিগ। লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্তের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন মেসি-নেইমাররা। পিএসজির গোল উৎসব শুরু নেইমারের গোলে। ৯ মিনিটে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রতিরোধ ভাঙে। দুই মিনিট আগেই তাঁর গোল বাঁচিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ব্রাজিলিয়ান তারকা গোল করার পর আশরাফ হাকিমিকে পাস দিয়ে দলের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিলেও ক্লেরমন্তের গোলরক্ষক ২৫ মিনিটে নেওয়া হাকিমির জোরালো শট আটকাতে পারেননি। দলের তৃতীয় গোলটি করেন ৩৮ মিনিটে অধিনায়ক মারকিওনিস। নেইমারের নেওয়া সেট পিস থেকে এই ডিফেন্ডার হেডে বল জড়ান প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে ৩ গোল নিয়ে বিরতিতে যায় পিএসজি।
পিএসজির ৫ গোলের জয়ে শেষ ২ গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ২টি গোলই করেছেন মেসি। পারফরমেন্সে পুরো ম্যাচে নেইমার আলো ছড়িয়েছেন। তবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে মেসির ৮৬ মিনিটের গোলটি। স্বদেশী লিয়ান্দ্রো পারদেসের ভলি বুক দিয়ে নামিয়ে ওভারহেড কিকে যে গোলটি করেছেন, তা সত্যি অবিশ্বাস্য। এমন অ্যাক্রোবেটিক গোলের জন্য দর্শক দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন খুদে জাদুকরকে। গোলটি দলের পঞ্চম ও পিএসজি তারকার দ্বিতীয় গোল ছিল। জাদুকরী গোলের আগে মেসি আরও একটি গোল করেছেন। ৮০ মিনিটে নেইমারের পাস থেকে নিজের প্রথম গোল করেন তিনি। পিএসজির হয়ে নিজের দ্বিতীয় মৌসুম ভালো করতে চান এমনটা বলেছিলেন মেসি। এবার বাইসাইকেল গোলটিতে সেই আভাস দিয়ে রাখলেন তিনি।
ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে নতুন মৌসুম। লিগ-১ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই গতকাল বিশাল জয়ে শুরু করেছে নিজেদের লিগ। লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্তের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন মেসি-নেইমাররা। পিএসজির গোল উৎসব শুরু নেইমারের গোলে। ৯ মিনিটে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রতিরোধ ভাঙে। দুই মিনিট আগেই তাঁর গোল বাঁচিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ব্রাজিলিয়ান তারকা গোল করার পর আশরাফ হাকিমিকে পাস দিয়ে দলের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিলেও ক্লেরমন্তের গোলরক্ষক ২৫ মিনিটে নেওয়া হাকিমির জোরালো শট আটকাতে পারেননি। দলের তৃতীয় গোলটি করেন ৩৮ মিনিটে অধিনায়ক মারকিওনিস। নেইমারের নেওয়া সেট পিস থেকে এই ডিফেন্ডার হেডে বল জড়ান প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে ৩ গোল নিয়ে বিরতিতে যায় পিএসজি।
পিএসজির ৫ গোলের জয়ে শেষ ২ গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ২টি গোলই করেছেন মেসি। পারফরমেন্সে পুরো ম্যাচে নেইমার আলো ছড়িয়েছেন। তবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে মেসির ৮৬ মিনিটের গোলটি। স্বদেশী লিয়ান্দ্রো পারদেসের ভলি বুক দিয়ে নামিয়ে ওভারহেড কিকে যে গোলটি করেছেন, তা সত্যি অবিশ্বাস্য। এমন অ্যাক্রোবেটিক গোলের জন্য দর্শক দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন খুদে জাদুকরকে। গোলটি দলের পঞ্চম ও পিএসজি তারকার দ্বিতীয় গোল ছিল। জাদুকরী গোলের আগে মেসি আরও একটি গোল করেছেন। ৮০ মিনিটে নেইমারের পাস থেকে নিজের প্রথম গোল করেন তিনি। পিএসজির হয়ে নিজের দ্বিতীয় মৌসুম ভালো করতে চান এমনটা বলেছিলেন মেসি। এবার বাইসাইকেল গোলটিতে সেই আভাস দিয়ে রাখলেন তিনি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১২ ঘণ্টা আগে