ক্রীড়া ডেস্ক
কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’
কোচদের চাকরি যাওয়া যেন এখন এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত হোক বা প্রধান কোচ—কেউ না কেউ বরখাস্ত হচ্ছেন। আন্তর্জাতিক, ক্লাব-সব ধরনের ফুটবলেই এমন ঘটনা ঘটছে। এবার রোমার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো।
রোমার হয়ে মরিনহোর এই মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। ২০২৪-এর হিসেব করলে সব প্রতিযোগিতা মিলে রোমা খেলেছে চার ম্যাচ। চার ম্যাচের মধ্যে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে ১০ জানুয়ারি লাৎসিওর কাছে ১-০ গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে রোমার। সর্বশেষ গত পরশু এসি মিলানের বিপক্ষে সিরি ‘আ’ তে ৩-১ গোলে হেরে গিয়েছে রোমা। ২০২৩-২৪ মৌসুমে সিরি ‘আ’ তে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে রোমা। তাতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও তাঁর আগেই বরখাস্ত হয়েছেন মরিনহো। মরিনহোকে কোচি এএস রোমা এক বিবৃতিতে বলেছে, ‘এএস রোমা নিশ্চিত করেছে যে হোসে মরিনহো ও তার পুরো কোচিং স্টাফ তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে চলে যাবে। নতুন কোচিং স্টাফের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।’
নতুন কোচ কে হবেন, তা অবশ্য জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন ড্যানিয়েলি ডি রোসি। তিনি রোমার পছন্দের তালিকায় আছেন এবং এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রোসি ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত রোমায় ৬১৬ ম্যাচ খেলেছেন। ৬৩ গোলের পাশাপাশি ৬০ গোলে অ্যাসিস্ট করেছেন। এর আগে এসপিএএল নামের এক ক্লাবে ২০২২-২৩ মৌসুমে কোচ ছিলেন তিনি।
রোমার আগে টটেনহাম ক্লাবে ছিলেন মরিনহো। টটেনহাম থেকে বরখাস্ত হয়ে ২০২১-এর জুলাইয়ে রোমা ক্লাবের কোচ হয়েছিলেন মরিনহো। তাঁর অধীনে রোমা ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ জেতে রোমা। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তারা। তাঁর অধীনে রোমা ১৩৮ ম্যাচ খেলে জিতেছে ৬৮ ম্যাচ। ৩০ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৪০ ম্যাচ। তবে সিরি ‘আ’ তে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি রোমা। গত দুই মৌসুমেই পয়েন্ট তালিকার ছয়ে থেকে শেষ করেছে তারা। মরিনহোর কাজের প্রতি আগ্রহ ও চেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রোমার মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। ক্লাবটি আরও বলেছে, ‘তাঁর অধীনে আমাদের দারুণ অনেক স্মৃতি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে তৎক্ষণাৎ পরিবর্তন জরুরি ছিল।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে