ক্রীড়া ডেস্ক
দুর্গম পর্বত, গহিন অরণ্য, খরস্রোতা অনাব্য নদী, অনুর্বর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে আফ্রিকাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
তবে এই আধুনিক যুগে এসেও মহাদেশটি যেন অন্ধকারই রয়ে গেছে শুধুমাত্র কুসংস্কারকে অন্ধভাবে বিশ্বাস করার কারণে।
ঘানার কথাই ধরুন। পশ্চিম আফ্রিকার দেশটির বোনো অঞ্চলের মানুষ এখনো বিশ্বাস করেন, মৃতদেহকে সমাহিত করার আগে দাঁড় করিয়ে রাখলে পরকালে তাঁর অমঙ্গল হয় না! সে বিশ্বাস থেকে এবার এক সাবেক ফুটবলারকে সমাহিত করলেন তাঁরা।
গডফ্রে ইয়েবোয়াহ নামে ওই সাবেক ফুটবলার ঘানায় ‘কৃষ্ণ তারকা’ হিসেবে পরিচিত। অনেকে ডাকতেন ‘টিভি৩’ নামে। গডফ্রে খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন আসান্তে কোতোকো ক্লাবে। দীর্ঘ দিন হলো অসুস্থ ছিলেন ৪১ বছর বয়সী ডিফেন্ডার। শেষমেশ গত ৩ আগস্ট মৃত্যুর কাছে হার মানেন তিনি।
দেড় মাসেরও বেশি দিন আগে গডফ্রে মারা গেলেও তাঁকে সমাহিত করা হয়েছে গত শনিবার। সেটিও ওই ‘কুসংস্কার রীতি’ মেনে। তাঁকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে নেমেছিল মানুষের ঢল। শেষকৃত্যে তাঁকে ক্লাবের জার্সি পরিয়ে, ফুটবলারের বেশে দাঁড় করিয়ে রাখা হয়। এ অবস্থাতেই সবাই ভালোবাসা জ্ঞাপন করেন।
এখানেই শেষ নয়। গডফ্রের কফিনের নকশা করা হয় ফুটবল বুট আকৃতির। সমাধিতেও ‘টিভি৩’ নামটা খোদাই করে রাখা হয়।
সত্যিই, বিচিত্র এ পৃথিবীতে ফুটবল সবচেয়ে বৈচিত্র্যময়।
দুর্গম পর্বত, গহিন অরণ্য, খরস্রোতা অনাব্য নদী, অনুর্বর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে আফ্রিকাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
তবে এই আধুনিক যুগে এসেও মহাদেশটি যেন অন্ধকারই রয়ে গেছে শুধুমাত্র কুসংস্কারকে অন্ধভাবে বিশ্বাস করার কারণে।
ঘানার কথাই ধরুন। পশ্চিম আফ্রিকার দেশটির বোনো অঞ্চলের মানুষ এখনো বিশ্বাস করেন, মৃতদেহকে সমাহিত করার আগে দাঁড় করিয়ে রাখলে পরকালে তাঁর অমঙ্গল হয় না! সে বিশ্বাস থেকে এবার এক সাবেক ফুটবলারকে সমাহিত করলেন তাঁরা।
গডফ্রে ইয়েবোয়াহ নামে ওই সাবেক ফুটবলার ঘানায় ‘কৃষ্ণ তারকা’ হিসেবে পরিচিত। অনেকে ডাকতেন ‘টিভি৩’ নামে। গডফ্রে খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন আসান্তে কোতোকো ক্লাবে। দীর্ঘ দিন হলো অসুস্থ ছিলেন ৪১ বছর বয়সী ডিফেন্ডার। শেষমেশ গত ৩ আগস্ট মৃত্যুর কাছে হার মানেন তিনি।
দেড় মাসেরও বেশি দিন আগে গডফ্রে মারা গেলেও তাঁকে সমাহিত করা হয়েছে গত শনিবার। সেটিও ওই ‘কুসংস্কার রীতি’ মেনে। তাঁকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে নেমেছিল মানুষের ঢল। শেষকৃত্যে তাঁকে ক্লাবের জার্সি পরিয়ে, ফুটবলারের বেশে দাঁড় করিয়ে রাখা হয়। এ অবস্থাতেই সবাই ভালোবাসা জ্ঞাপন করেন।
এখানেই শেষ নয়। গডফ্রের কফিনের নকশা করা হয় ফুটবল বুট আকৃতির। সমাধিতেও ‘টিভি৩’ নামটা খোদাই করে রাখা হয়।
সত্যিই, বিচিত্র এ পৃথিবীতে ফুটবল সবচেয়ে বৈচিত্র্যময়।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে