ক্রীড়া ডেস্ক
সায়মন মার্চিনিয়াক বলতে গেলে এখন হাঁপ ছেড়ে বেঁচেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কি থাকবেন না তা সুতোয় ঝুলছিল। এবার তিনি থাকছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারির দায়িত্বে।
গত ২৯ মে কাটোয়াইসের এভারেস্ট বিজনেস কনফারেন্সে গিয়েছিলেন। সেই সম্মেলনের আয়োজক ছিলেন পোল্যান্ডের ডানপন্থী নেতা স্লায়োমির মেন্তজেন। মেন্তজেনের এই সম্মেলনে কিছু বলে ফেঁসে গিয়েছিলেন মার্চিনিয়াক। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্ব থেকে সরানো নিয়ে চলে আলোচনা। তদন্ত করা শেষে উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করেছি।’ ক্ষমা চেয়ে মার্চিনিয়াক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তদন্ত শেষে প্রমাণ হয়েছে যে আমি মারাত্মকভাবে বিভ্রান্ত হয়েছি। আমি জানতামই না যে এটা পোলিশ চরম ডান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।’
১০ জুন ইস্তাম্বুলে হবে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। সিটি-ইন্টারের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন মার্চিনিয়াক। এর আগে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রিয়াল-সিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির দায়িত্ব পালন করেছিলেন মার্চিনিয়াক। সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তার আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন পোলিশ এই রেফারি।
সায়মন মার্চিনিয়াক বলতে গেলে এখন হাঁপ ছেড়ে বেঁচেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কি থাকবেন না তা সুতোয় ঝুলছিল। এবার তিনি থাকছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারির দায়িত্বে।
গত ২৯ মে কাটোয়াইসের এভারেস্ট বিজনেস কনফারেন্সে গিয়েছিলেন। সেই সম্মেলনের আয়োজক ছিলেন পোল্যান্ডের ডানপন্থী নেতা স্লায়োমির মেন্তজেন। মেন্তজেনের এই সম্মেলনে কিছু বলে ফেঁসে গিয়েছিলেন মার্চিনিয়াক। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্ব থেকে সরানো নিয়ে চলে আলোচনা। তদন্ত করা শেষে উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করেছি।’ ক্ষমা চেয়ে মার্চিনিয়াক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তদন্ত শেষে প্রমাণ হয়েছে যে আমি মারাত্মকভাবে বিভ্রান্ত হয়েছি। আমি জানতামই না যে এটা পোলিশ চরম ডান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।’
১০ জুন ইস্তাম্বুলে হবে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। সিটি-ইন্টারের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন মার্চিনিয়াক। এর আগে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রিয়াল-সিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির দায়িত্ব পালন করেছিলেন মার্চিনিয়াক। সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তার আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন পোলিশ এই রেফারি।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে