ক্রীড়া ডেস্ক
১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে