ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে