ক্রীড়া ডেস্ক
একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাই যেন ঘটল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) চ্যানেলে। ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারের আগে পর্নোগ্রাফিক শব্দ শোনা গিয়েছিল বিবিসিতে। বিবিসির এই ভুল নিয়ে খোঁচা দিলেন গ্যারি লিনেকার।
মলিনিউক্সে গতকাল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলে আখ্যা দিলেন। ইংলিশ এই কিংবদন্তি টুইট করেছেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইলসেটের পেছনে। “নাশকতা” বেশ মজাই লেগেছে।’
লিনেকার মজার মাত্রাটা বাড়িয়ে দিয়েছেন আরও বেশি। টুইটারে ট্রেন্ডিং বিষয়গুলোর স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্টে আপলোড করেন, যার মধ্যে বিবিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওপরের দিকে ছিল। ঘটনার ৪০ মিনিট পর বিবিসি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। এক বিবৃতিতে জনপ্রিয় এই সংবাদমাধ্যম বলেছে, ‘আজ সন্ধ্যায় ফুটবলের লাইভ কভারেজের সময় যা ঘটেছে, তার জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা চাইছি। আমরা তদন্ত করছি কীভাবে তা ঘটল।’
মলিনিউক্স স্টেডিয়ামে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ হারিয়েছে লিভারপুল। তাতে অলরেডরা এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে যায়। ২৯ জানুয়ারি ফামার স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।
একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাই যেন ঘটল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) চ্যানেলে। ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারের আগে পর্নোগ্রাফিক শব্দ শোনা গিয়েছিল বিবিসিতে। বিবিসির এই ভুল নিয়ে খোঁচা দিলেন গ্যারি লিনেকার।
মলিনিউক্সে গতকাল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলে আখ্যা দিলেন। ইংলিশ এই কিংবদন্তি টুইট করেছেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইলসেটের পেছনে। “নাশকতা” বেশ মজাই লেগেছে।’
লিনেকার মজার মাত্রাটা বাড়িয়ে দিয়েছেন আরও বেশি। টুইটারে ট্রেন্ডিং বিষয়গুলোর স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্টে আপলোড করেন, যার মধ্যে বিবিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওপরের দিকে ছিল। ঘটনার ৪০ মিনিট পর বিবিসি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। এক বিবৃতিতে জনপ্রিয় এই সংবাদমাধ্যম বলেছে, ‘আজ সন্ধ্যায় ফুটবলের লাইভ কভারেজের সময় যা ঘটেছে, তার জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা চাইছি। আমরা তদন্ত করছি কীভাবে তা ঘটল।’
মলিনিউক্স স্টেডিয়ামে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ হারিয়েছে লিভারপুল। তাতে অলরেডরা এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে যায়। ২৯ জানুয়ারি ফামার স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে