ক্রীড়া ডেস্ক
আগস্ট থেকে মে—এই ৯ মাস ইউরোপীয় ফুটবলের। ইতিমধ্যে বেশ কয়েকটি লিগ শুরুও হয়ে গেছে। শীর্ষ পাঁচ লিগেরও নতুন মৌসুমের বাঁশি বাজতে চলেছে। শুরুটা হচ্ছে আজ রাতে লা লিগা দিয়ে।
আগামীকাল থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ আঁ। পরের দিন সিরি আ। এরপর বুন্দেসলিগা। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে দলও গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো।
গত ১ জুলাইয়ে শুরু গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে ৩০ আগস্ট। গত মৌসুমের দলবদলে সৌদি প্রো লিগ টাকার বস্তা নিয়ে নামায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ইউরোপের ক্লাবগুলোকে। হাতছাড়া হয়েছে অনেক তারকা।
তবে এবার সেই চ্যালেঞ্জ না থাকলেও দলবদলে এখনো তেমন চমক চোখে পড়েনি। সেই চমকটা হয়তো শুরু হবে দলবদলের শেষ দিকে। তার আগেই ফেবারিট ক্লাবগুলো চাইবে নিজেদের লিগে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকতে।
আগস্ট থেকে মে—এই ৯ মাস ইউরোপীয় ফুটবলের। ইতিমধ্যে বেশ কয়েকটি লিগ শুরুও হয়ে গেছে। শীর্ষ পাঁচ লিগেরও নতুন মৌসুমের বাঁশি বাজতে চলেছে। শুরুটা হচ্ছে আজ রাতে লা লিগা দিয়ে।
আগামীকাল থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ আঁ। পরের দিন সিরি আ। এরপর বুন্দেসলিগা। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে দলও গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো।
গত ১ জুলাইয়ে শুরু গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে ৩০ আগস্ট। গত মৌসুমের দলবদলে সৌদি প্রো লিগ টাকার বস্তা নিয়ে নামায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ইউরোপের ক্লাবগুলোকে। হাতছাড়া হয়েছে অনেক তারকা।
তবে এবার সেই চ্যালেঞ্জ না থাকলেও দলবদলে এখনো তেমন চমক চোখে পড়েনি। সেই চমকটা হয়তো শুরু হবে দলবদলের শেষ দিকে। তার আগেই ফেবারিট ক্লাবগুলো চাইবে নিজেদের লিগে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকতে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৫ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে