ক্রীড়া ডেস্ক
ঢাকা: একেই কি বলে, ওস্তাদের মার শেষ রাতে! গ্রুপ পর্বে ইংল্যান্ড অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠলেও গোলের দেখা পাননি হ্যারি কেন। কাল ওয়েম্বলিতে একেবারে মোক্ষম সময়ে জ্বললেন কেন। আর এতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।
কাল ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে ইংল্যান্ড। ৭৫ মিনিটে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথম লিড পায় ইংল্যান্ড। এর ১১ মিনিট পর, ম্যাচের প্রায় শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের ক্রসে হেডে গোল করেন ইংলিশ অধিনায়ক কেন। পুরো টুর্নামেন্টে ‘মরীচিকা’ হয়ে ওঠা গোলটা ইংলিশ অধিনায়ক অবশেষে পেলেন। টুর্নামেন্টের প্রথম গোল করে কেনের উচ্ছ্বাস ছিল তাই বাঁধভাঙা।
ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ফুটে উঠেছে কেনের মুখেও, ‘এই জয়ের কোনো তুলনা হয় না। প্রত্যাশা অনু্যায়ী খেলতে পেরে আমরা সবাই গর্বিত। যেকোনো দল আমাদের দেখলেই বুঝবে আমরা কতটা শক্তিশালী। আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার। আশা করি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টপকে ফাইনাল খেলব।’
এই ম্যাচে গোল করে ওয়েইন রুনিকে ছুঁয়েছেন কেন। দুজনই বড় টুর্নামেন্টে করেছেন ৭টি করে গোল। ইংল্যান্ডের হয়ে মেজর টুর্নামেন্টে গোল সংখ্যায় কেনের চেয়ে এগিয়ে আছেন গ্যারি লিনেকার (১০) ও অ্যালান শিয়েরার (৯)। ইংল্যান্ডের জয়ে কেনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। কাল ইংলিশ কোচ বলেছেন, ‘একজন সেন্টার ফরোয়ার্ডের কাছে গোলের প্রত্যাশা থাকবেই, আর কেন সেটা করেছে। সমর্থকদের ভ্রান্ত ধারণাকেও ভুল প্রমাণ করেছে কেন।’
ঢাকা: একেই কি বলে, ওস্তাদের মার শেষ রাতে! গ্রুপ পর্বে ইংল্যান্ড অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠলেও গোলের দেখা পাননি হ্যারি কেন। কাল ওয়েম্বলিতে একেবারে মোক্ষম সময়ে জ্বললেন কেন। আর এতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।
কাল ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে ইংল্যান্ড। ৭৫ মিনিটে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথম লিড পায় ইংল্যান্ড। এর ১১ মিনিট পর, ম্যাচের প্রায় শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের ক্রসে হেডে গোল করেন ইংলিশ অধিনায়ক কেন। পুরো টুর্নামেন্টে ‘মরীচিকা’ হয়ে ওঠা গোলটা ইংলিশ অধিনায়ক অবশেষে পেলেন। টুর্নামেন্টের প্রথম গোল করে কেনের উচ্ছ্বাস ছিল তাই বাঁধভাঙা।
ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ফুটে উঠেছে কেনের মুখেও, ‘এই জয়ের কোনো তুলনা হয় না। প্রত্যাশা অনু্যায়ী খেলতে পেরে আমরা সবাই গর্বিত। যেকোনো দল আমাদের দেখলেই বুঝবে আমরা কতটা শক্তিশালী। আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার। আশা করি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টপকে ফাইনাল খেলব।’
এই ম্যাচে গোল করে ওয়েইন রুনিকে ছুঁয়েছেন কেন। দুজনই বড় টুর্নামেন্টে করেছেন ৭টি করে গোল। ইংল্যান্ডের হয়ে মেজর টুর্নামেন্টে গোল সংখ্যায় কেনের চেয়ে এগিয়ে আছেন গ্যারি লিনেকার (১০) ও অ্যালান শিয়েরার (৯)। ইংল্যান্ডের জয়ে কেনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। কাল ইংলিশ কোচ বলেছেন, ‘একজন সেন্টার ফরোয়ার্ডের কাছে গোলের প্রত্যাশা থাকবেই, আর কেন সেটা করেছে। সমর্থকদের ভ্রান্ত ধারণাকেও ভুল প্রমাণ করেছে কেন।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে