ক্রীড়া ডেস্ক
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে