ক্রীড়া ডেস্ক
দুয়ারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর এক ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আর সেই চ্যাম্পিয়ন হওয়ার পথে ফরাসিদের প্রথম বাধা বিশ্ব ফুটবলের আরেক শক্তি আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন এই আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেই জয় নিশ্চিত করতে হবে শিরোপা।
কিন্তু ফ্রেঞ্চদের বিশ্বকাপ স্কোয়াডে তার আগেই লড়াই শুরু হয়ে গেছে অন্য রকম। সে আবার কী?
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই ফ্রান্স দলে চোটের থাবা। একের পর এক ছিটকে গেছেন করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কান্তে ও ক্রিস্টোফার এনকুঙ্কুর মতো খেলোয়াড়েরা। বিশ্বকাপেও চোটের থাবা থামছেই না এমবাপ্পেদের।
গত কয়েক দিন ধরেই উট ভাইরাসে আক্রান্ত ফ্রান্স স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য। তাদের নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। প্রথমে ‘ক্যামেল ফ্লু’তে আক্রান্ত হয়েছিলেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। এবারে আক্রান্ত হয়েছেন দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে।
ভাইরাস আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোচ চিন্তিত থাকলেও চিন্তিত নন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন দেম্বেলে, ‘না, আমরা ভাইরাস নিয়ে আতঙ্কিত নই। দায়োত এবং আদরিয়ানের (রাবিও) মাথা ব্যথা করছিল। আমি তাদের আদা-মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি যাতে তা সেরে যায়।’
ওসমানে দেম্বেলের আদা-মধু চায়ের ওষুধে সুস্থ হয়ে গেলেই তাদের আগামীকাল ফাইনালের দলে পাওয়া যাবে। ফরাসি কোচও তাই প্রত্যাশা করছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে দলে ফেরেন।
দুয়ারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর এক ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আর সেই চ্যাম্পিয়ন হওয়ার পথে ফরাসিদের প্রথম বাধা বিশ্ব ফুটবলের আরেক শক্তি আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন এই আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেই জয় নিশ্চিত করতে হবে শিরোপা।
কিন্তু ফ্রেঞ্চদের বিশ্বকাপ স্কোয়াডে তার আগেই লড়াই শুরু হয়ে গেছে অন্য রকম। সে আবার কী?
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই ফ্রান্স দলে চোটের থাবা। একের পর এক ছিটকে গেছেন করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কান্তে ও ক্রিস্টোফার এনকুঙ্কুর মতো খেলোয়াড়েরা। বিশ্বকাপেও চোটের থাবা থামছেই না এমবাপ্পেদের।
গত কয়েক দিন ধরেই উট ভাইরাসে আক্রান্ত ফ্রান্স স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য। তাদের নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। প্রথমে ‘ক্যামেল ফ্লু’তে আক্রান্ত হয়েছিলেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। এবারে আক্রান্ত হয়েছেন দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে।
ভাইরাস আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোচ চিন্তিত থাকলেও চিন্তিত নন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন দেম্বেলে, ‘না, আমরা ভাইরাস নিয়ে আতঙ্কিত নই। দায়োত এবং আদরিয়ানের (রাবিও) মাথা ব্যথা করছিল। আমি তাদের আদা-মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি যাতে তা সেরে যায়।’
ওসমানে দেম্বেলের আদা-মধু চায়ের ওষুধে সুস্থ হয়ে গেলেই তাদের আগামীকাল ফাইনালের দলে পাওয়া যাবে। ফরাসি কোচও তাই প্রত্যাশা করছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে দলে ফেরেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে