ক্রীড়া ডেস্ক
লিভারপুলের মালিকানা পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির মালিক জন হেনরি। প্রিমিয়ার লিগের ক্লাবটি বিক্রি নয় বরং বিনিয়োগের আশা করছেন তিনি।
২০১০ সালে লিভারপুল কিনে নেয় হেনরির ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফসজি)। গত নভেম্বরে গ্রুপটি জানায়, রেডদের নতুন অংশীদারিত্বের বিষয়ে বিবেচনা করছে তারা। এফএসজি চেয়ারম্যান টম ওয়ার্নারও পরে নতুন মালিকের বিষয়টি খোলাসা করেন।
তবে হেনরি লিভারপুল বিক্রির চিন্তাভাবনা থেকে সরে এসেছেন। তিনি বোস্টন স্পোর্টস জার্নালকে বলেছেন, ‘আমরা কি লিভারপুল বিক্রি করছি? না, আমরা কি লিভারপুলে বিনিয়োগকারীর ব্যাপারে কথা বলছি? হ্যাঁ। যেকোনো কিছু ঘটতে পারে। আমিও সেটি মনে করি তবে বিক্রি করব না।’
আমেরিকান ব্যবসায়ী হেনরি মেইলে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এফএসজি বেশ কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের জন্য দরজা খোলা রেখেছে। সম্প্রতি তাদের এই পদ্ধতিতে যুক্ত হয়েছে মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান সাশ।
লিভারপুলের মালিকানা পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির মালিক জন হেনরি। প্রিমিয়ার লিগের ক্লাবটি বিক্রি নয় বরং বিনিয়োগের আশা করছেন তিনি।
২০১০ সালে লিভারপুল কিনে নেয় হেনরির ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফসজি)। গত নভেম্বরে গ্রুপটি জানায়, রেডদের নতুন অংশীদারিত্বের বিষয়ে বিবেচনা করছে তারা। এফএসজি চেয়ারম্যান টম ওয়ার্নারও পরে নতুন মালিকের বিষয়টি খোলাসা করেন।
তবে হেনরি লিভারপুল বিক্রির চিন্তাভাবনা থেকে সরে এসেছেন। তিনি বোস্টন স্পোর্টস জার্নালকে বলেছেন, ‘আমরা কি লিভারপুল বিক্রি করছি? না, আমরা কি লিভারপুলে বিনিয়োগকারীর ব্যাপারে কথা বলছি? হ্যাঁ। যেকোনো কিছু ঘটতে পারে। আমিও সেটি মনে করি তবে বিক্রি করব না।’
আমেরিকান ব্যবসায়ী হেনরি মেইলে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এফএসজি বেশ কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের জন্য দরজা খোলা রেখেছে। সম্প্রতি তাদের এই পদ্ধতিতে যুক্ত হয়েছে মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান সাশ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে