ক্রীড়া ডেস্ক
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই রচিত হলো ইতিহাস। গতকাল ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে আল-হিলাল। তাতে প্রথম সৌদি আরবীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে উঠল আল-হিলাল।
গতকাল টাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে খুব দ্রুতই এগিয়ে যায় আল-হিলাল। পেনাল্টিতে ৪ মিনিটে গোল করেন সালেম আলদাওসারি। সালেমের গোল করার ১৬ মিনিট পর সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। ম্যাথিউজিনহোর অ্যাসিস্টে ২০ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গোর সেন্টার ফরোয়ার্ড পেদ্রো। প্রথমার্ধের শেষের দিকে আবার এগিয়ে যায় আল-হিলাল। অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টিতে গোল করেন সৌদি ক্লাবটির লেফট উইঙ্গার সালেম। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-হিলাল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় আল হিলাল। ৭০ মিনিটে গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। জোড়া গোল করা সালেম এবার ভিয়েত্তোকে অ্যাসিস্ট করেন। আর শেষের দিকে অতিরিক্ত সময়ে পেদ্রো গোল করেন। তাতে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আল-হিলাল। প্রথম সৌদি দল হিসেবে তারা চলে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
প্রিন্স মৌলা আবদেল্লাহ স্টেডিয়ামে আজ হবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও রিয়াল মাদ্রিদ।
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই রচিত হলো ইতিহাস। গতকাল ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে আল-হিলাল। তাতে প্রথম সৌদি আরবীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে উঠল আল-হিলাল।
গতকাল টাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে খুব দ্রুতই এগিয়ে যায় আল-হিলাল। পেনাল্টিতে ৪ মিনিটে গোল করেন সালেম আলদাওসারি। সালেমের গোল করার ১৬ মিনিট পর সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। ম্যাথিউজিনহোর অ্যাসিস্টে ২০ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গোর সেন্টার ফরোয়ার্ড পেদ্রো। প্রথমার্ধের শেষের দিকে আবার এগিয়ে যায় আল-হিলাল। অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টিতে গোল করেন সৌদি ক্লাবটির লেফট উইঙ্গার সালেম। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-হিলাল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় আল হিলাল। ৭০ মিনিটে গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। জোড়া গোল করা সালেম এবার ভিয়েত্তোকে অ্যাসিস্ট করেন। আর শেষের দিকে অতিরিক্ত সময়ে পেদ্রো গোল করেন। তাতে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আল-হিলাল। প্রথম সৌদি দল হিসেবে তারা চলে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
প্রিন্স মৌলা আবদেল্লাহ স্টেডিয়ামে আজ হবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও রিয়াল মাদ্রিদ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩০ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে