ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৬ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে