ক্রীড়া ডেস্ক
ঢাকা: করোনা মহামারিতে এক বছর পিছিয়ে আজ থেকে শুরু হচ্ছে ইউরো। মহামারির থাবা অবশ্য এরপরও এড়াতে পারেনি ইউরোর দলগুলো। খেলা মাঠে গড়ানোর আগেই চার দলের ৭ ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে নেদারল্যান্ডসের গোলরক্ষক জাসপার চিলেসেন ও রাশিয়ার মিডফিল্ডার আন্দ্রে মোস্তোভয় দল থেকে বাদ পড়েছেন।
বাকিরা অবশ্য করোনা নেগেটিভ হয়ে মাঠে নামতে পারবেন। করোনা ছাড়াও অনেক তারকা খেলোয়াড় খেলতে পারছে না চোটে। সব মিলিয়ে এবারের ইউরোতে দর্শক হয়ে থাকা নামগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
করোনায় খেলা হচ্ছে না যাদের
নেদারল্যান্ড
জাসপার চিলেসেন: ২৮ মে করোনা পজিটিভ হয়ে নেদারল্যান্ডসের ইউরোর দল থেকে বাদ পড়েছেন প্রধান গোলরক্ষক চিলেসেন। তাঁর করোনা নেগেটিভ আসার অপেক্ষায় থেকে ঝুঁকি নিতে চাননি ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোর।
রাশিয়া
আন্দ্রে মোস্তোভয় : ১১ জুন করোনা আক্রান্ত হন এই রাশিয়ান মিডফিল্ডার। তাঁর জায়গায় দলে নেওয়া হয় ডিফেন্ডার রোমান ইয়েভগেনেভকে।
স্কটল্যান্ড
জন ফ্লেক: স্কটিশ মিডফিল্ডার করোনা আক্রান্ত হন ২ জুন। নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর আসে।
স্পেন
সার্জিও বুসকেটস ও দিয়েগো লরেন্তে : স্পেন দলে দুজন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। অধিনায়ক সার্জিও বুসকেটস করোনা আক্রান্ত হন ৬ জুন। এরপর ৯ জুন করোনা আক্রান্ত হন দিয়েগো লরেন্তে। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন লরেন্তে। তবে আগের টেস্টের রেজাল্ট ভুল হওয়ায় অনুশীলন ছাড়তে হয় তাঁকে।
সুইডেন
দেয়ান কুলুসেভস্কি ও মাত্তিয়াস সেভেনবার্গ: দুজনই করোনা আক্রান্ত হন ৮ জুন। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই দুই ফুটবলার। তাঁদের দুজনের করোনা আক্রান্তের পরও দলে তাদের বদলি হিসেবে কাউকে ডাকেননি সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন। স্পেন ম্যাচের পর এ দুজন দলে ফিরবেন বলে আশা কোচের।
চোটে ইউরো খেলা হচ্ছে না যাদের
ইংল্যান্ড
ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড: ৩ জুন অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুর চোটে পড়ে ইউরো থেকেই ছিটকে যান এই ইংলিশ ডিফেন্ডার।
জো গোমেজ: এই ইংলিশ ডিফেন্ডার নভেম্বর থেকে বাঁপায়ের গোড়ালির চোটে খেলছেন না।
জার্মানি
মার্ক আন্দ্রে টের-স্টেগেন: মে মাসের মাঝামাঝি হাঁটুর চোট ধরা পড়লে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান জার্মানির এই গোলরক্ষক।
হাঙ্গেরি
ডোমিনিক জোবোসলাই : কুঁচকির চোটে ডিসেম্বর থেকে খেলছেন না এই লিপজিগ মিডফিল্ডার।
ইতালি
স্তেফানো সেনসি: ২৪ মে উদিনেসের বিপক্ষে সিরি ‘আ’র শেষ ম্যাচে মাংসপেশির চোটে পড়েন ইন্টার মিলানের মিডফিল্ডার। এরপর ইউরো থেকেই ছিটকে যান ইতালিয়ান মিডফিল্ডার।
নিকোলো জানিওলো: সেপ্টেম্বরে লিগামেন্টের চোটে পড়ে রোমার হয়ে পুরো সিরি ‘আ’ মৌসুম খেলা হয়নি এই মিডফিল্ডারের।
নেদারল্যান্ডস
ভার্জিল ফন ডাইক: অক্টোবরে এভার্টন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সঙ্গে ধাক্কা লেগে লিগামেন্ট ছিড়ে যায় লিভারপুল অধিনায়কের। ফন ডাইকের এবার তাই ইউরো খেলা হচ্ছে না ।
ডনি ফন ডি বিক: কুঁচকির চোটে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে।
পোল্যান্ড
আর্কাদিউস মিলিক: ২৪ মে মেসের বিপক্ষে এবারের লিগ ওয়ানের শেষ ম্যাচে হাঁটুর চোটে পড়েন মার্সেইয়ের এই স্ট্রাইকার। এবার তাই খেলা হচ্ছে না ইউরো।
জিস্তফ পিয়াতেক: মে মাসের গোড়ালি ভেঙে গেলে ইউরোপ সেরার এই টুর্নামেন্ট খেলতে পারছেন না এই পোলিশ স্ট্রাইকার।
স্পেন
দানি কারভাহাল: এপ্রিলে মাংসপেশির চোটে পড়ে ইউরো থেকেই ছিটকে গিয়েছেন এই স্প্যানিশ রাইটব্যাক।
আনসু ফাতি: নভেম্বর থেকে মেনিস্কাস চোটে পড়ে দলের বাইরে লেফট উইঙ্গার।
সার্জিও রামোস: স্পেনের এই কিংবদন্তি মে মাসে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ২০০৪ এরপর এই প্রথম ইউরো খেলছেন না রামোস।
সুইডেন
জলাতান ইব্রাহিমোভিচ: ১৫ মে জুভেন্টাসের বিপক্ষে হাঁটুর চোটে পড়ে মাঠ ছাড়েন এসি মিলান স্ট্রাইকার। চোটে পড়ে ইউরোপ সেরার টুর্নামেন্ট খেলা হচ্ছে না সুইডিশ স্ট্রাইকারের।
আরও যা জেনে নিতে পারেন
সবচেয়ে অভিজ্ঞ স্কোয়াড
বেলজিয়াম (১৩৩৮ ম্যাচ)
এবারের ইউরোতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়
ক্রিস্টিয়ানো রোনালদো (৩৬ বছর ৪ মাস ৬ দিন)
সবচেয়ে কম বয়সী ফুটবলার
কাসপার কোজোস্লকি (১৭ বছর ৭ মাস ২৬ দিন)
সবচেয়ে কম বয়সী স্কোয়াড
স্পেন (গড় বয়স ২৪.৫ বছর)
সবচেয়ে বেশি বয়সী স্কোয়াড
সুইডেন (গড় বয়স ২৯.২ বছর)
সবচেয়ে কম বয়সী অধিনায়ক
অ্যান্ডারসন রবার্টসন (স্কটল্যান্ড, ২৭ বছর ৩ মাস)
ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ
চেলসি আর ম্যানচেস্টার সিটি থেকে ১৫ জন করে
নিজেদের লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যাল্ড ২৩ জন)
ঢাকা: করোনা মহামারিতে এক বছর পিছিয়ে আজ থেকে শুরু হচ্ছে ইউরো। মহামারির থাবা অবশ্য এরপরও এড়াতে পারেনি ইউরোর দলগুলো। খেলা মাঠে গড়ানোর আগেই চার দলের ৭ ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে নেদারল্যান্ডসের গোলরক্ষক জাসপার চিলেসেন ও রাশিয়ার মিডফিল্ডার আন্দ্রে মোস্তোভয় দল থেকে বাদ পড়েছেন।
বাকিরা অবশ্য করোনা নেগেটিভ হয়ে মাঠে নামতে পারবেন। করোনা ছাড়াও অনেক তারকা খেলোয়াড় খেলতে পারছে না চোটে। সব মিলিয়ে এবারের ইউরোতে দর্শক হয়ে থাকা নামগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
করোনায় খেলা হচ্ছে না যাদের
নেদারল্যান্ড
জাসপার চিলেসেন: ২৮ মে করোনা পজিটিভ হয়ে নেদারল্যান্ডসের ইউরোর দল থেকে বাদ পড়েছেন প্রধান গোলরক্ষক চিলেসেন। তাঁর করোনা নেগেটিভ আসার অপেক্ষায় থেকে ঝুঁকি নিতে চাননি ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোর।
রাশিয়া
আন্দ্রে মোস্তোভয় : ১১ জুন করোনা আক্রান্ত হন এই রাশিয়ান মিডফিল্ডার। তাঁর জায়গায় দলে নেওয়া হয় ডিফেন্ডার রোমান ইয়েভগেনেভকে।
স্কটল্যান্ড
জন ফ্লেক: স্কটিশ মিডফিল্ডার করোনা আক্রান্ত হন ২ জুন। নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর আসে।
স্পেন
সার্জিও বুসকেটস ও দিয়েগো লরেন্তে : স্পেন দলে দুজন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। অধিনায়ক সার্জিও বুসকেটস করোনা আক্রান্ত হন ৬ জুন। এরপর ৯ জুন করোনা আক্রান্ত হন দিয়েগো লরেন্তে। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন লরেন্তে। তবে আগের টেস্টের রেজাল্ট ভুল হওয়ায় অনুশীলন ছাড়তে হয় তাঁকে।
সুইডেন
দেয়ান কুলুসেভস্কি ও মাত্তিয়াস সেভেনবার্গ: দুজনই করোনা আক্রান্ত হন ৮ জুন। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই দুই ফুটবলার। তাঁদের দুজনের করোনা আক্রান্তের পরও দলে তাদের বদলি হিসেবে কাউকে ডাকেননি সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন। স্পেন ম্যাচের পর এ দুজন দলে ফিরবেন বলে আশা কোচের।
চোটে ইউরো খেলা হচ্ছে না যাদের
ইংল্যান্ড
ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড: ৩ জুন অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুর চোটে পড়ে ইউরো থেকেই ছিটকে যান এই ইংলিশ ডিফেন্ডার।
জো গোমেজ: এই ইংলিশ ডিফেন্ডার নভেম্বর থেকে বাঁপায়ের গোড়ালির চোটে খেলছেন না।
জার্মানি
মার্ক আন্দ্রে টের-স্টেগেন: মে মাসের মাঝামাঝি হাঁটুর চোট ধরা পড়লে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান জার্মানির এই গোলরক্ষক।
হাঙ্গেরি
ডোমিনিক জোবোসলাই : কুঁচকির চোটে ডিসেম্বর থেকে খেলছেন না এই লিপজিগ মিডফিল্ডার।
ইতালি
স্তেফানো সেনসি: ২৪ মে উদিনেসের বিপক্ষে সিরি ‘আ’র শেষ ম্যাচে মাংসপেশির চোটে পড়েন ইন্টার মিলানের মিডফিল্ডার। এরপর ইউরো থেকেই ছিটকে যান ইতালিয়ান মিডফিল্ডার।
নিকোলো জানিওলো: সেপ্টেম্বরে লিগামেন্টের চোটে পড়ে রোমার হয়ে পুরো সিরি ‘আ’ মৌসুম খেলা হয়নি এই মিডফিল্ডারের।
নেদারল্যান্ডস
ভার্জিল ফন ডাইক: অক্টোবরে এভার্টন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সঙ্গে ধাক্কা লেগে লিগামেন্ট ছিড়ে যায় লিভারপুল অধিনায়কের। ফন ডাইকের এবার তাই ইউরো খেলা হচ্ছে না ।
ডনি ফন ডি বিক: কুঁচকির চোটে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে।
পোল্যান্ড
আর্কাদিউস মিলিক: ২৪ মে মেসের বিপক্ষে এবারের লিগ ওয়ানের শেষ ম্যাচে হাঁটুর চোটে পড়েন মার্সেইয়ের এই স্ট্রাইকার। এবার তাই খেলা হচ্ছে না ইউরো।
জিস্তফ পিয়াতেক: মে মাসের গোড়ালি ভেঙে গেলে ইউরোপ সেরার এই টুর্নামেন্ট খেলতে পারছেন না এই পোলিশ স্ট্রাইকার।
স্পেন
দানি কারভাহাল: এপ্রিলে মাংসপেশির চোটে পড়ে ইউরো থেকেই ছিটকে গিয়েছেন এই স্প্যানিশ রাইটব্যাক।
আনসু ফাতি: নভেম্বর থেকে মেনিস্কাস চোটে পড়ে দলের বাইরে লেফট উইঙ্গার।
সার্জিও রামোস: স্পেনের এই কিংবদন্তি মে মাসে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ২০০৪ এরপর এই প্রথম ইউরো খেলছেন না রামোস।
সুইডেন
জলাতান ইব্রাহিমোভিচ: ১৫ মে জুভেন্টাসের বিপক্ষে হাঁটুর চোটে পড়ে মাঠ ছাড়েন এসি মিলান স্ট্রাইকার। চোটে পড়ে ইউরোপ সেরার টুর্নামেন্ট খেলা হচ্ছে না সুইডিশ স্ট্রাইকারের।
আরও যা জেনে নিতে পারেন
সবচেয়ে অভিজ্ঞ স্কোয়াড
বেলজিয়াম (১৩৩৮ ম্যাচ)
এবারের ইউরোতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়
ক্রিস্টিয়ানো রোনালদো (৩৬ বছর ৪ মাস ৬ দিন)
সবচেয়ে কম বয়সী ফুটবলার
কাসপার কোজোস্লকি (১৭ বছর ৭ মাস ২৬ দিন)
সবচেয়ে কম বয়সী স্কোয়াড
স্পেন (গড় বয়স ২৪.৫ বছর)
সবচেয়ে বেশি বয়সী স্কোয়াড
সুইডেন (গড় বয়স ২৯.২ বছর)
সবচেয়ে কম বয়সী অধিনায়ক
অ্যান্ডারসন রবার্টসন (স্কটল্যান্ড, ২৭ বছর ৩ মাস)
ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ
চেলসি আর ম্যানচেস্টার সিটি থেকে ১৫ জন করে
নিজেদের লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যাল্ড ২৩ জন)
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে