ক্রীড়া ডেস্ক
একুশ শতকে সাফল্যের নিরিখে বেশ ওপরের দিকেই থাকবে পেপ গার্দিওলার অবস্থান। জয়ের হারও কথা বলছে তাঁর পক্ষে। সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়েছেন দারুণ সব সাফল্য। এই শতকে সবার ওপরে থাকা গার্দিওলার জয়ের হার ৭৬.২ শতাংশ।
গার্দিওলারর পর এই তালিকার দ্বিতীয় স্থানটি আন্তোনিও কন্তের। টটেনহাম হটস্পার্স কোচের জয়ের হার ৬৮.৭ শতাংশ। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিনেদিন জিদানের জয়ের হার ৬৭.৬ শতাংশ।
পরের দুটি অবস্থান লঁরা ব্লা (৬৪%) ও জোসে মরিনহোর (৬৩%)।
সাফল্যের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলা গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি এই মৌসুমেও এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে গার্দিওলার সিটি। আর চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে হারিয়ে শেষ আটে আগেই এক পা দিয়ে রেখেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে লিসবনের বিপক্ষে আজ দ্বিতীয় লেগে ইতিহাদে আবারও মাঠে নামবে সিটিজেনরা।
একুশ শতকে সাফল্যের নিরিখে বেশ ওপরের দিকেই থাকবে পেপ গার্দিওলার অবস্থান। জয়ের হারও কথা বলছে তাঁর পক্ষে। সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়েছেন দারুণ সব সাফল্য। এই শতকে সবার ওপরে থাকা গার্দিওলার জয়ের হার ৭৬.২ শতাংশ।
গার্দিওলারর পর এই তালিকার দ্বিতীয় স্থানটি আন্তোনিও কন্তের। টটেনহাম হটস্পার্স কোচের জয়ের হার ৬৮.৭ শতাংশ। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিনেদিন জিদানের জয়ের হার ৬৭.৬ শতাংশ।
পরের দুটি অবস্থান লঁরা ব্লা (৬৪%) ও জোসে মরিনহোর (৬৩%)।
সাফল্যের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলা গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি এই মৌসুমেও এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে গার্দিওলার সিটি। আর চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে হারিয়ে শেষ আটে আগেই এক পা দিয়ে রেখেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে লিসবনের বিপক্ষে আজ দ্বিতীয় লেগে ইতিহাদে আবারও মাঠে নামবে সিটিজেনরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে