ক্রীড়া ডেস্ক
পুনরায় ক্রিস্টাল প্যালেসে ফিরলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্যালেসের দায়িত্বে দেখা যাবে ৭৫ বছর বয়সী এই কোচকে।
২০২১ সালের জুলাইয়ে হজসনের উত্তরসূরি হিসেবে সেলহার্স্ট পার্কে আসেন প্যাট্রিক ভিয়েরা। কিন্তু তাঁর অধীনে সাফল্যের মুখে দেখেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ না জেতার ব্যর্থতা মাথায় নিয়ে গত শুক্রবার বরখাস্ত হন ভিয়েরা।
এবার ফরাসি কোচের পরিবর্তে দ্বিতীয়বারের মতো প্যালেসের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরলেন হজসন। ২০২২ সালের মে পর্যন্ত ওয়াটফোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি। দলটি চ্যাম্পিয়নশিপে অবনমন হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন হজসন। আবারও প্যালেসে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য এখন ম্যাচ জেতা এবং প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করা।’
এর আগে ওয়াটফোর্ড ছাড়ার পর হজসন জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাবের কোচিং করানোর আশা করেন না। কিন্তু নিজের কথায় বেশি দিন অনড় থাকতে পারলেন না লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ।
চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১২ তম স্থানে আছে প্যালেস, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট বেশি তাদের। নিজেদের গত ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরেছে তারা। হজসনের অধীনে এই মৌসুমে প্যালেসের প্রথম অভিযান শুরু হবে ১ এপ্রিল। নিজেদের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।
পুনরায় ক্রিস্টাল প্যালেসে ফিরলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্যালেসের দায়িত্বে দেখা যাবে ৭৫ বছর বয়সী এই কোচকে।
২০২১ সালের জুলাইয়ে হজসনের উত্তরসূরি হিসেবে সেলহার্স্ট পার্কে আসেন প্যাট্রিক ভিয়েরা। কিন্তু তাঁর অধীনে সাফল্যের মুখে দেখেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ না জেতার ব্যর্থতা মাথায় নিয়ে গত শুক্রবার বরখাস্ত হন ভিয়েরা।
এবার ফরাসি কোচের পরিবর্তে দ্বিতীয়বারের মতো প্যালেসের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরলেন হজসন। ২০২২ সালের মে পর্যন্ত ওয়াটফোর্ডের দায়িত্ব সামলেছেন তিনি। দলটি চ্যাম্পিয়নশিপে অবনমন হওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন হজসন। আবারও প্যালেসে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য এখন ম্যাচ জেতা এবং প্রিমিয়ার লিগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করা।’
এর আগে ওয়াটফোর্ড ছাড়ার পর হজসন জানিয়েছিলেন, তিনি প্রিমিয়ার লিগের আর কোনো ক্লাবের কোচিং করানোর আশা করেন না। কিন্তু নিজের কথায় বেশি দিন অনড় থাকতে পারলেন না লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ।
চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১২ তম স্থানে আছে প্যালেস, অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট বেশি তাদের। নিজেদের গত ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরেছে তারা। হজসনের অধীনে এই মৌসুমে প্যালেসের প্রথম অভিযান শুরু হবে ১ এপ্রিল। নিজেদের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে