ক্রীড়া ডেস্ক
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে