ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে