ক্রীড়া ডেস্ক
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে