ক্রীড়া ডেস্ক
ফ্রি এজেন্ট হিসেবেই ইউরোর শিরোপা জিতেছেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। শিরোপা জেতার পর তিন দিন পার হলেও এখনো তিনি চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। কিয়েল্লিনির এজেন্ট ডাভিদ লিপ্পি অবশ্য বলেছেন, দীর্ঘদিনের ক্লাব জুভেন্টাসের ডাকের অপেক্ষায় আছেন কিয়েল্লিনি।
জুভেন্টাসের হয়ে ১৭ বছর ধরে খেলে যাচ্ছিলেন কিয়েল্লিনি। তবে গত মাসে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। ইউরোতে মনোযোগ দিতে সে সময় চুক্তি নিয়ে আর মাথা ঘামাননি তিনি। তাঁর চুক্তি না নিয়ে লিপ্পি বলেন, ‘জর্জিও (কিয়েল্লিনি) ইউরোতে চলে গিয়েছিল এবং সে সেটা নিয়েই বিশেষভাবে মনোযোগী হয়ে পড়ে। জুভেন্টাসের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আমরা বলেছিলাম, পরে একসঙ্গে বসব। কিন্তু চুক্তি নিয়ে আমরা এখনো বসতে পারিনি।’
অবশ্য চুক্তি নিয়ে জুভেন্টাস আগে দোলাচলে না থাকলেও এখন তা থাকার কথা নয়। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন ৩৬ পেরোনো এই সেন্টার ব্যাক। বয়স হলেও কিয়েল্লিনির খেলার তার ছাপ পড়েছে সামান্যই। তবে এখনো জুভেন্টাসের পক্ষ থেকে প্রস্তাব পাননি বলে জানিয়েছেন লিপ্পি। তিনি বলেছেন, ‘তাদের (জুভেন্টাস) আগে প্রস্তাব দিতে হবে।’
২০০৪ থেকে জুভেন্টাসের রক্ষণে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছেন কিয়েল্লিনি। এই সময়ে ৫৩৫ ম্যাচে ‘তুরিনের বুড়ি’দের হয়ে মাঠে নেমে গোলও করেছেন ৩৬টি।
ফ্রি এজেন্ট হিসেবেই ইউরোর শিরোপা জিতেছেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। শিরোপা জেতার পর তিন দিন পার হলেও এখনো তিনি চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। কিয়েল্লিনির এজেন্ট ডাভিদ লিপ্পি অবশ্য বলেছেন, দীর্ঘদিনের ক্লাব জুভেন্টাসের ডাকের অপেক্ষায় আছেন কিয়েল্লিনি।
জুভেন্টাসের হয়ে ১৭ বছর ধরে খেলে যাচ্ছিলেন কিয়েল্লিনি। তবে গত মাসে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। ইউরোতে মনোযোগ দিতে সে সময় চুক্তি নিয়ে আর মাথা ঘামাননি তিনি। তাঁর চুক্তি না নিয়ে লিপ্পি বলেন, ‘জর্জিও (কিয়েল্লিনি) ইউরোতে চলে গিয়েছিল এবং সে সেটা নিয়েই বিশেষভাবে মনোযোগী হয়ে পড়ে। জুভেন্টাসের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আমরা বলেছিলাম, পরে একসঙ্গে বসব। কিন্তু চুক্তি নিয়ে আমরা এখনো বসতে পারিনি।’
অবশ্য চুক্তি নিয়ে জুভেন্টাস আগে দোলাচলে না থাকলেও এখন তা থাকার কথা নয়। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন ৩৬ পেরোনো এই সেন্টার ব্যাক। বয়স হলেও কিয়েল্লিনির খেলার তার ছাপ পড়েছে সামান্যই। তবে এখনো জুভেন্টাসের পক্ষ থেকে প্রস্তাব পাননি বলে জানিয়েছেন লিপ্পি। তিনি বলেছেন, ‘তাদের (জুভেন্টাস) আগে প্রস্তাব দিতে হবে।’
২০০৪ থেকে জুভেন্টাসের রক্ষণে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছেন কিয়েল্লিনি। এই সময়ে ৫৩৫ ম্যাচে ‘তুরিনের বুড়ি’দের হয়ে মাঠে নেমে গোলও করেছেন ৩৬টি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১৯ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪২ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে