ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে এখনো লড়ছেন নেইমার জুনিয়র। ফিট হতে যখন সংগ্রাম করে যাচ্ছেন আল হিলালের স্ট্রাইকার তখনই বড় দুঃসংবাদ শুনলেন। তাঁকে ছাড়া যে এবারের কোপা আমেরিকায় খেলতে নামবে ব্রাজিল।
আজ নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোচ দরিভাল জুনিয়রের ২৩ সদস্যের দলে জায়গা হয়নি ৩২ বছর বয়সী স্ট্রাইকারের। নেইমার এখন সুস্থ না হওয়ায় জায়গা না পেলেও পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা।
দরিভালের দলে চমক হিসেবে আছেন বিস্ময়বাল এনদ্রিক। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী তারকার সঙ্গে প্রথমবার দলে ডাক পেয়েছেন ইভানিলসন। সব মিলিয়ে এ মৌসুমে ২৪ গোল করে পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে আলো ছড়ানোর পুরষ্কারই পেয়েছেন ইভানিলসন।
ইভানিলসনের সঙ্গে আক্রমণভাগে রিয়ালের হয়ে দুর্দান্ত জুটি গড়া ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো রয়েছেন। সঙ্গে গোল করার দায়িত্বে থাকছেন রাফিনহা-গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকারা। গোলবারে যথারীতি জায়গা ধরে রাখা অ্যালিসন বেকার-এদেরসনের সঙ্গে আছেন বেন্তো। রক্ষনভাগের দায়িত্ব পড়েছে এদের মিলিতাও, মার্কিনিওস, দানিলোদের কাঁধে। আর রক্ষণ এবং আক্রমণভাগের সঙ্গে যোগসূত্র তৈরিতে মাঝ মাঠের নেতৃত্ব দেবেন লুকাস পাকেতা-ব্রুনো গুইমারেস-ডগলাস লুইস।
সবশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে রয়েছে। গ্রুপে তাদের সঙ্গী প্যারাগুয়ে, কলম্বিয়া এবং কোস্টারিকা। আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, কোস্টারিকার বিপক্ষে। দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জুন।
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আথলেতিকো-পিআর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (জিরোনা), গুয়েলহার্মে অ্যারানা (আথলেতিকো-এমজে), ওয়েন্দেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি)।
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেরা (ফুলহাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), হুয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম)।
অ্যাটাকার: এনদ্রিক (পালমেইরাস), ইভানিলসন (পোর্তো), গ্রাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (জিরোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
চোটের সঙ্গে এখনো লড়ছেন নেইমার জুনিয়র। ফিট হতে যখন সংগ্রাম করে যাচ্ছেন আল হিলালের স্ট্রাইকার তখনই বড় দুঃসংবাদ শুনলেন। তাঁকে ছাড়া যে এবারের কোপা আমেরিকায় খেলতে নামবে ব্রাজিল।
আজ নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোচ দরিভাল জুনিয়রের ২৩ সদস্যের দলে জায়গা হয়নি ৩২ বছর বয়সী স্ট্রাইকারের। নেইমার এখন সুস্থ না হওয়ায় জায়গা না পেলেও পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা।
দরিভালের দলে চমক হিসেবে আছেন বিস্ময়বাল এনদ্রিক। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী তারকার সঙ্গে প্রথমবার দলে ডাক পেয়েছেন ইভানিলসন। সব মিলিয়ে এ মৌসুমে ২৪ গোল করে পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে আলো ছড়ানোর পুরষ্কারই পেয়েছেন ইভানিলসন।
ইভানিলসনের সঙ্গে আক্রমণভাগে রিয়ালের হয়ে দুর্দান্ত জুটি গড়া ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো রয়েছেন। সঙ্গে গোল করার দায়িত্বে থাকছেন রাফিনহা-গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকারা। গোলবারে যথারীতি জায়গা ধরে রাখা অ্যালিসন বেকার-এদেরসনের সঙ্গে আছেন বেন্তো। রক্ষনভাগের দায়িত্ব পড়েছে এদের মিলিতাও, মার্কিনিওস, দানিলোদের কাঁধে। আর রক্ষণ এবং আক্রমণভাগের সঙ্গে যোগসূত্র তৈরিতে মাঝ মাঠের নেতৃত্ব দেবেন লুকাস পাকেতা-ব্রুনো গুইমারেস-ডগলাস লুইস।
সবশেষ ২০১৯ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে রয়েছে। গ্রুপে তাদের সঙ্গী প্যারাগুয়ে, কলম্বিয়া এবং কোস্টারিকা। আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, কোস্টারিকার বিপক্ষে। দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জুন।
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আথলেতিকো-পিআর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (জিরোনা), গুয়েলহার্মে অ্যারানা (আথলেতিকো-এমজে), ওয়েন্দেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি)।
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেরা (ফুলহাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), হুয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম)।
অ্যাটাকার: এনদ্রিক (পালমেইরাস), ইভানিলসন (পোর্তো), গ্রাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (জিরোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে