ক্রীড়া ডেস্ক
ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে