ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৬ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ ঘণ্টা আগে