ক্রীড়া ডেস্ক
গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।
বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’
এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’
গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।
বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’
এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে