ক্রীড়া ডেস্ক
প্রিয় জার্সি ‘১০’ নম্বরে গত ১৮ ডিসেম্বর নিজের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। আর সাবেক ক্লাবে বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন তিনি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রিয় নম্বরে বিপরীত চিত্রই দেখছেন তিনি।
পিএসজিতে সাধারণত ৩০ নম্বর জার্সিতে খেললেও গতকাল মার্শেইয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন মেসি। ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী দলগুলোকে ১ থেকে ১১ পর্যন্ত জার্সি ব্যবহার করতে হয়। সেই নিয়মে গতকাল নেইমার নিজে না পরে ১০ নম্বর জার্সি দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ককে। আর ব্রাজিলিয়ান তারকা পরেছিলেন বার্সায় খেলা ১১ নম্বর জার্সি।
কিন্তু ফ্রেঞ্চ কাপে গতকাল প্রিয় জার্সি পরে খেলতে নেমে হতাশাই পেলেন মেসি। শেষ ষোলোর ম্যাচে মার্শেইয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিএসজি। গত বছরও একই জার্সি পরে টুর্নামেন্টটিতে খেলেছিলেন খুদে জাদুকর। ফল এবারের মতোই, বিদায় নিতে হয়েছিল সেবারও। গত মৌসুমে নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
পিএসজির হয়ে প্রিয় জার্সিতে দুই ম্যাচে দুটিতে হারের স্বাদ পেলেন মেসি। এতে করে আলবিসেলেস্তাদের অধিনায়কের একটি অপূর্ণতা থেকেই গেল। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪টিতে খেলেছেন তিনি। অন্যগুলোয় শিরোপা জেতার স্বাদ পেলেও ফ্রেঞ্চ কাপ জেতার সুযোগ আবারও অধরাই থেকে গেল।
মার্শেইয়ের মাঠে শুরু থেকেই চাপে ছিল পিএসজি, যার প্রমাণ পাওয়া যায় ৩১ মিনিটে। ডি-বক্সে সার্জিও রামোস প্রতিপক্ষের ফরোয়ার্ড চেনজিগ উনডেরকে ফাউল করলে পেনাল্টি পায় মার্শেই। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন রামোস। নেইমারের কর্নার থেকে দলকে সমতায় ফেরান স্পেনের সাবেক অধিনায়ক।
বিরতির পর মার্শেইয়ের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও ম্যাচ জিততে পারেনি পিএসজি। ৫৭ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল হজম করে বসে লিগ ১-এর বর্তমান চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে মার্শেইকে আনন্দের মুহূর্ত এনে দেন মিডফিল্ডার রোসলান মিলানোভক্সি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও দলের হার এড়াতে পারেননি মেসি-নেইমার জুটি।
প্রিয় জার্সি ‘১০’ নম্বরে গত ১৮ ডিসেম্বর নিজের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। আর সাবেক ক্লাবে বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন তিনি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রিয় নম্বরে বিপরীত চিত্রই দেখছেন তিনি।
পিএসজিতে সাধারণত ৩০ নম্বর জার্সিতে খেললেও গতকাল মার্শেইয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন মেসি। ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী দলগুলোকে ১ থেকে ১১ পর্যন্ত জার্সি ব্যবহার করতে হয়। সেই নিয়মে গতকাল নেইমার নিজে না পরে ১০ নম্বর জার্সি দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ককে। আর ব্রাজিলিয়ান তারকা পরেছিলেন বার্সায় খেলা ১১ নম্বর জার্সি।
কিন্তু ফ্রেঞ্চ কাপে গতকাল প্রিয় জার্সি পরে খেলতে নেমে হতাশাই পেলেন মেসি। শেষ ষোলোর ম্যাচে মার্শেইয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিএসজি। গত বছরও একই জার্সি পরে টুর্নামেন্টটিতে খেলেছিলেন খুদে জাদুকর। ফল এবারের মতোই, বিদায় নিতে হয়েছিল সেবারও। গত মৌসুমে নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
পিএসজির হয়ে প্রিয় জার্সিতে দুই ম্যাচে দুটিতে হারের স্বাদ পেলেন মেসি। এতে করে আলবিসেলেস্তাদের অধিনায়কের একটি অপূর্ণতা থেকেই গেল। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪টিতে খেলেছেন তিনি। অন্যগুলোয় শিরোপা জেতার স্বাদ পেলেও ফ্রেঞ্চ কাপ জেতার সুযোগ আবারও অধরাই থেকে গেল।
মার্শেইয়ের মাঠে শুরু থেকেই চাপে ছিল পিএসজি, যার প্রমাণ পাওয়া যায় ৩১ মিনিটে। ডি-বক্সে সার্জিও রামোস প্রতিপক্ষের ফরোয়ার্ড চেনজিগ উনডেরকে ফাউল করলে পেনাল্টি পায় মার্শেই। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন রামোস। নেইমারের কর্নার থেকে দলকে সমতায় ফেরান স্পেনের সাবেক অধিনায়ক।
বিরতির পর মার্শেইয়ের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও ম্যাচ জিততে পারেনি পিএসজি। ৫৭ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল হজম করে বসে লিগ ১-এর বর্তমান চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে মার্শেইকে আনন্দের মুহূর্ত এনে দেন মিডফিল্ডার রোসলান মিলানোভক্সি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও দলের হার এড়াতে পারেননি মেসি-নেইমার জুটি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে