অয়ন রায়, ঢাকা
তোমার হলো শুরু, আমার হলো সারা—লামিনে ইয়ামালের হোয়াটসঅ্যাপে গত কদিনে এমন কোনো বার্তা কি দিয়েছেন লিওনেল মেসি? তবে ১৭ বছর আগে দুজনের একসঙ্গে তোলা একটা ছবি যেভাবে ছড়িয়েছে চারদিকে, এ রকম একটা বার্তা যদি রসিকতা করেও মেসি দিয়ে থাকেন ইয়ামালকে, অবাক হওয়ার কিছু নেই!
স্পেনের নবযাত্রার অগ্রনায়ক ১৭ বছর বয়সী ইয়ামাল আজ রাতে ইউরো জেতার মিশনে যখন ফাইনাল খেলতে নামবেন, ৩৭ বছর বয়সী মেসির মনোযোগ তখন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তিনি বাংলাদেশ সময় সকাল ৬টায় নামবেন আরেকটি কোপা আমেরিকা, তথা ট্রেবল জয়ের লক্ষ্যে। শিরোপা আর্জেন্টিনা জিতুক না জিতুক—মায়ামিতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি যে হবে তা হলফ করে বলা যায়। আনহেল দি মারিয়া এবারের কোপা খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন আগেই। এখন যে প্রশ্নটি উচ্চকিত, মেসির ভবিষ্যৎ তাহলে কী?
আর্জেন্টিনার জার্সিতে ২০০৮ সাল থেকে দি মারিয়ার ক্যারিয়ার শুরু। ১৬ বছরের দীর্ঘ পথচলায় তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন আরেক তারকা মেসিকে। দি মারিয়া-মেসি জুটি আকাশি-নীলদের এনে দিয়েছেন জয়ের অনেক উপলক্ষ। ৩৬ বছর বয়সী দি মারিয়া তো আগামীকাল ইতি টানছেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। এখন মেসিও আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
ফাইনালের আগে গতকাল আর্জেন্টিনার সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ভবিষ্যতের কথা জিজ্ঞেস করতে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের উত্তর ছিল একটু কৌশলী। মেসি বলেছেন, ‘এই মুহূর্তে আমি বেশি দূর ভাবছি না। প্রতিটা দিনই উপভোগ করছি। কী অর্জন করছি, সেটা নিয়েই আমি ভাবছি।’ লম্বা সাক্ষাৎকারে নিজের ফিটনেস, সতীর্থদের নিয়েও কথা বলেছেন মেসি। ফাইনালের আগের দিন আজ দলকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেন মেসি।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। আন্তর্জাতিক ফুটবল কবে ছাড়বেন, তা নিয়েই আলোচনা চলছে তখন থেকে। ২০২২ বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হতে পারে তাঁর আন্তর্জাতিক ফুটবলের পথচলা। তবে বিশ্বকাপ জেতার পর তাঁর চিন্তাভাবনায় আবারও পরিবর্তন আসতে পারে। তাঁর দল, দলের সব সতীর্থ ও কোচ লিওনেল স্কালোনি খুব করে চাইছেন, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় ২০২৬ বিশ্বকাপও খেলুন। গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মেসির ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর অন্যতম কারণ এটা। এক সময়ের স্প্যানিয়ার্ড কলোনি মায়ামিতে ভালো করেই মানিয়ে নিয়েছেন তিনি। আর মার্কিন মুলুকে যে প্রচুর আর্জেন্টাইন ভক্ত-সমর্থক আছেন, সেটার প্রমাণ মিলেছে এবারের কোপা আমেরিকাতেও। যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, গ্যালারিতে নীল জার্সি পরিহিত ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে।
মেসির চোখে তাই আরেকটি বিশ্বকাপের স্বপ্ন খেলা অস্বাভাবিক নয়। আবার উল্টো ছবি দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে কই! শরীরকেও তো সাড়া দিতে হবে মনের সঙ্গে। এবারের টুর্নামেন্টে মেসিকে কিন্তু মেসির মতো দেখা যায়নি। ফিটনেস সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন সুপারস্টার। গোলরক্ষকে একা পেয়ে যেমন গোল করতে পারেননি, তেমনি পেনাল্টি শুটআউটেও গোল মিস করেছেন। শতভাগ ফিট না হয়েও একটা ম্যাচ খেলার ঘটনাও আছে।
নিশ্চয়ই মনে আছে, কদিন আগে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের দুই বড় তারকা বিরাট কোহলি-রোহিত শর্মা। খেলায় এ রকম বিদায়ের দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। এখন আর্জেন্টিনা আগামীকাল শিরোপা জিতে যদি মেসিও অবসরের ঘোষণা দেন, তাহলে? নিশ্চিত তা মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে শুরু করে আলোড়িত হবে পুরো ফুটবল বিশ্ব।
অবশ্য পাঁড় মেসিভক্তরা চাইছেন, মহাতারকার এখনই বিদায় নয়; আরও কিছুদিন তাঁরা মোহিত হতে চান মেসি-জাদুতে।
তোমার হলো শুরু, আমার হলো সারা—লামিনে ইয়ামালের হোয়াটসঅ্যাপে গত কদিনে এমন কোনো বার্তা কি দিয়েছেন লিওনেল মেসি? তবে ১৭ বছর আগে দুজনের একসঙ্গে তোলা একটা ছবি যেভাবে ছড়িয়েছে চারদিকে, এ রকম একটা বার্তা যদি রসিকতা করেও মেসি দিয়ে থাকেন ইয়ামালকে, অবাক হওয়ার কিছু নেই!
স্পেনের নবযাত্রার অগ্রনায়ক ১৭ বছর বয়সী ইয়ামাল আজ রাতে ইউরো জেতার মিশনে যখন ফাইনাল খেলতে নামবেন, ৩৭ বছর বয়সী মেসির মনোযোগ তখন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তিনি বাংলাদেশ সময় সকাল ৬টায় নামবেন আরেকটি কোপা আমেরিকা, তথা ট্রেবল জয়ের লক্ষ্যে। শিরোপা আর্জেন্টিনা জিতুক না জিতুক—মায়ামিতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি যে হবে তা হলফ করে বলা যায়। আনহেল দি মারিয়া এবারের কোপা খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন আগেই। এখন যে প্রশ্নটি উচ্চকিত, মেসির ভবিষ্যৎ তাহলে কী?
আর্জেন্টিনার জার্সিতে ২০০৮ সাল থেকে দি মারিয়ার ক্যারিয়ার শুরু। ১৬ বছরের দীর্ঘ পথচলায় তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন আরেক তারকা মেসিকে। দি মারিয়া-মেসি জুটি আকাশি-নীলদের এনে দিয়েছেন জয়ের অনেক উপলক্ষ। ৩৬ বছর বয়সী দি মারিয়া তো আগামীকাল ইতি টানছেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। এখন মেসিও আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
ফাইনালের আগে গতকাল আর্জেন্টিনার সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ভবিষ্যতের কথা জিজ্ঞেস করতে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের উত্তর ছিল একটু কৌশলী। মেসি বলেছেন, ‘এই মুহূর্তে আমি বেশি দূর ভাবছি না। প্রতিটা দিনই উপভোগ করছি। কী অর্জন করছি, সেটা নিয়েই আমি ভাবছি।’ লম্বা সাক্ষাৎকারে নিজের ফিটনেস, সতীর্থদের নিয়েও কথা বলেছেন মেসি। ফাইনালের আগের দিন আজ দলকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেন মেসি।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। আন্তর্জাতিক ফুটবল কবে ছাড়বেন, তা নিয়েই আলোচনা চলছে তখন থেকে। ২০২২ বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হতে পারে তাঁর আন্তর্জাতিক ফুটবলের পথচলা। তবে বিশ্বকাপ জেতার পর তাঁর চিন্তাভাবনায় আবারও পরিবর্তন আসতে পারে। তাঁর দল, দলের সব সতীর্থ ও কোচ লিওনেল স্কালোনি খুব করে চাইছেন, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় ২০২৬ বিশ্বকাপও খেলুন। গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মেসির ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর অন্যতম কারণ এটা। এক সময়ের স্প্যানিয়ার্ড কলোনি মায়ামিতে ভালো করেই মানিয়ে নিয়েছেন তিনি। আর মার্কিন মুলুকে যে প্রচুর আর্জেন্টাইন ভক্ত-সমর্থক আছেন, সেটার প্রমাণ মিলেছে এবারের কোপা আমেরিকাতেও। যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, গ্যালারিতে নীল জার্সি পরিহিত ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে।
মেসির চোখে তাই আরেকটি বিশ্বকাপের স্বপ্ন খেলা অস্বাভাবিক নয়। আবার উল্টো ছবি দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে কই! শরীরকেও তো সাড়া দিতে হবে মনের সঙ্গে। এবারের টুর্নামেন্টে মেসিকে কিন্তু মেসির মতো দেখা যায়নি। ফিটনেস সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন সুপারস্টার। গোলরক্ষকে একা পেয়ে যেমন গোল করতে পারেননি, তেমনি পেনাল্টি শুটআউটেও গোল মিস করেছেন। শতভাগ ফিট না হয়েও একটা ম্যাচ খেলার ঘটনাও আছে।
নিশ্চয়ই মনে আছে, কদিন আগে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের দুই বড় তারকা বিরাট কোহলি-রোহিত শর্মা। খেলায় এ রকম বিদায়ের দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। এখন আর্জেন্টিনা আগামীকাল শিরোপা জিতে যদি মেসিও অবসরের ঘোষণা দেন, তাহলে? নিশ্চিত তা মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে শুরু করে আলোড়িত হবে পুরো ফুটবল বিশ্ব।
অবশ্য পাঁড় মেসিভক্তরা চাইছেন, মহাতারকার এখনই বিদায় নয়; আরও কিছুদিন তাঁরা মোহিত হতে চান মেসি-জাদুতে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১৮ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে