ক্রীড়া ডেস্ক
বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩৭ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগে