ক্রীড়া ডেস্ক
গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হতে আর মাত্র তিন দিনের অপেক্ষা। রোববারের ফাইনালের পরই আবারও চার বছরের জন্য ঠান্ডা হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার। একদল জয়ী হয়ে স্বদেশে ফিরবে বিশ্বজয়ের আনন্দ নিয়ে। অন্য দল ভুলে যেতে চাইবে।
টানা দ্বিতীয়বারের মতো দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবে দারুণ সুনাম হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের। অপরদিকে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে দেশকে কোপা আমেরিকার ট্রফি জেতানো কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু কে জিতবে সোনালি সেই ট্রফি?
ফাইভ থার্টি এইট নামের একটি ফুটবল বিষয়ক সাইটের দাবি আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ। ফুটবলের শক্তি ও সামর্থ্য নিয়ে গবেষণা করে ভবিষ্যদ্বাণী করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আগে তারা কাতার বিশ্বকাপের সেমিতে খেলবে কারা কারা এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তথ্য ও উপাত্তের সহযোগে করা এই ভবিষ্যদ্বাণী বেশির ভাগ ক্ষেত্রেই সত্য হয়েছে।
ফাইভ থার্টি এইটের ভবিষৎবানীতে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৫৩ ভাগ। আর অপর ফাইনালিস্ট ফরাসিদের সম্ভাবনা ৪৭ ভাগ। গবেষণা মাধ্যমটির ফুটবলের সক্ষমতা বিবেচনায়ও এগিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লাতিন দেশটি। সেখানে একশতে আর্জেন্টিনার রেটিং ৮৮ দশমিক ৯।
ফাইনালের অপর প্রতিপক্ষের রেটিং সেখানে ৮৮ দশমিক ৪। আহামরি পার্থক্য না থাকলেও এগিয়েই রাখছে আর্জেন্টিনাকে। প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণী সত্য হলে রোববার রাতে কি মেসির হাতেই উঠবে সেই আকাঙ্ক্ষিত শিরোপা?
গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হতে আর মাত্র তিন দিনের অপেক্ষা। রোববারের ফাইনালের পরই আবারও চার বছরের জন্য ঠান্ডা হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার। একদল জয়ী হয়ে স্বদেশে ফিরবে বিশ্বজয়ের আনন্দ নিয়ে। অন্য দল ভুলে যেতে চাইবে।
টানা দ্বিতীয়বারের মতো দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবে দারুণ সুনাম হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের। অপরদিকে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে দেশকে কোপা আমেরিকার ট্রফি জেতানো কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু কে জিতবে সোনালি সেই ট্রফি?
ফাইভ থার্টি এইট নামের একটি ফুটবল বিষয়ক সাইটের দাবি আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ। ফুটবলের শক্তি ও সামর্থ্য নিয়ে গবেষণা করে ভবিষ্যদ্বাণী করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আগে তারা কাতার বিশ্বকাপের সেমিতে খেলবে কারা কারা এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তথ্য ও উপাত্তের সহযোগে করা এই ভবিষ্যদ্বাণী বেশির ভাগ ক্ষেত্রেই সত্য হয়েছে।
ফাইভ থার্টি এইটের ভবিষৎবানীতে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৫৩ ভাগ। আর অপর ফাইনালিস্ট ফরাসিদের সম্ভাবনা ৪৭ ভাগ। গবেষণা মাধ্যমটির ফুটবলের সক্ষমতা বিবেচনায়ও এগিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লাতিন দেশটি। সেখানে একশতে আর্জেন্টিনার রেটিং ৮৮ দশমিক ৯।
ফাইনালের অপর প্রতিপক্ষের রেটিং সেখানে ৮৮ দশমিক ৪। আহামরি পার্থক্য না থাকলেও এগিয়েই রাখছে আর্জেন্টিনাকে। প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণী সত্য হলে রোববার রাতে কি মেসির হাতেই উঠবে সেই আকাঙ্ক্ষিত শিরোপা?
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে