ক্রীড়া ডেস্ক
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৭ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে