ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১০ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে