ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।
কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে