ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসির বর্তমান চুক্তির অবসান হবে এই গ্রীষ্মেই। আর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে পিএসজিতে মেসির চুক্তি বাড়ানোকে বোকামি মনে করছেন জেরোমি রোথেন।
রোথেন মূলত ওয়েজ বিলের প্রসঙ্গেই মেসির চুক্তি নিয়ে কথা বলেছেন। ফুটবল বেঞ্চমার্ক ইউরোপিয়ান চ্যাম্পিয়নসের ২০২৩ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে পিএসজির ওয়েজ বিল ছিল ৭২৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৮৩৫৬ কোটি ২৭ লাখ টাকা)। যা ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ। এত বেশি ওয়েজ বিলের কারণে মেসির চুক্তি বাড়ানো রোথেনের কাছে ‘বোকামি’ মনে হচ্ছে। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফুটবলার বলেন, ‘মেসির চুক্তি বাড়ানো হবে বোকামি। তিনজনকে (মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে) সামলানো একটু জটিল। সবার ওপরে ওয়েজ বিলের ব্যাপার আছে। আমরা দেখেছি যে পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে আটকে গেছে, কারণ ওয়েজ বিল অনেক বেশি হয়ে গেছে। আর আপনি মেসির বেতন থেকে মোটা অঙ্কের টাকা পুষিয়ে নিতে পারবেন। লিও মেসির চুক্তি বাড়ানো তাই আমার কাছে বাজে ব্যাপার।
রোথেন আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন মেসি এখানে দীর্ঘদিন থাকতে চায়। ক্লাবকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই সে করে না। সে কখনোই ভক্তদের ধন্যবাদ দেয় না। মাথা নিচু করে লকার রুমে চলে যায়। এমনকি গোল উদযাপনের সময় যখন তার নাম উচ্চারণ করা হয়, ভক্তদেরকে বিন্দুমাত্র ধন্যবাদ দেয় না।’
২০২১ তে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৮ ম্যাচ। ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ গোলে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসির বর্তমান চুক্তির অবসান হবে এই গ্রীষ্মেই। আর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে পিএসজিতে মেসির চুক্তি বাড়ানোকে বোকামি মনে করছেন জেরোমি রোথেন।
রোথেন মূলত ওয়েজ বিলের প্রসঙ্গেই মেসির চুক্তি নিয়ে কথা বলেছেন। ফুটবল বেঞ্চমার্ক ইউরোপিয়ান চ্যাম্পিয়নসের ২০২৩ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে পিএসজির ওয়েজ বিল ছিল ৭২৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৮৩৫৬ কোটি ২৭ লাখ টাকা)। যা ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ। এত বেশি ওয়েজ বিলের কারণে মেসির চুক্তি বাড়ানো রোথেনের কাছে ‘বোকামি’ মনে হচ্ছে। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফুটবলার বলেন, ‘মেসির চুক্তি বাড়ানো হবে বোকামি। তিনজনকে (মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে) সামলানো একটু জটিল। সবার ওপরে ওয়েজ বিলের ব্যাপার আছে। আমরা দেখেছি যে পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে আটকে গেছে, কারণ ওয়েজ বিল অনেক বেশি হয়ে গেছে। আর আপনি মেসির বেতন থেকে মোটা অঙ্কের টাকা পুষিয়ে নিতে পারবেন। লিও মেসির চুক্তি বাড়ানো তাই আমার কাছে বাজে ব্যাপার।
রোথেন আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন মেসি এখানে দীর্ঘদিন থাকতে চায়। ক্লাবকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই সে করে না। সে কখনোই ভক্তদের ধন্যবাদ দেয় না। মাথা নিচু করে লকার রুমে চলে যায়। এমনকি গোল উদযাপনের সময় যখন তার নাম উচ্চারণ করা হয়, ভক্তদেরকে বিন্দুমাত্র ধন্যবাদ দেয় না।’
২০২১ তে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৮ ম্যাচ। ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ গোলে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩৬ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে