ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।
এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’
ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।
ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।
এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’
ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩৪ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে