নিজস্ব প্রতিবেদন
ঢাকা: প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় পর্বও সেখান থেকে শুরু করল বসুন্ধরা কিংস। গত ২৮ ফেব্রুয়ারি আবাহনীর জালে এক হালি গোল দিয়ে বিরতিতে গিয়েছিল কিংসরা। দুই মাসের বিরতি শেষে এবার উত্তর বারিধারাকে ৬-০ গোলে হারাল তারা। দলের তিন লাতিন তারকা করেছেন দুটি করে গোল।
১৪ মে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন। মালদ্বীপে উড়ালের আগে প্রস্তুতি হিসেবে বিপিএলে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে অস্কার ব্রুজনের দল। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করার মিশন নিয়ে যেন নেমেছে কিংসরা। ব্রাজিলের দুই খেলোয়াড় রবসন রবিনিও, জোনাথন ফার্নান্দেজ ও আর্জেন্টিনার রাউল বেসেরা-প্রত্যেকেই করেছেন দুটি করে গোল।
১৩ ম্যাচে দ্বাদশ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শেখ জামালের সঙ্গে বসুন্ধরার পয়েন্ট পার্থক্য এখন ১১। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৩৭। এই ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করে নিজের গোল সংখ্যা ১৪তে নিয়ে গেছেন সর্বোচ্চ গোলদাতা রবসন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকালকে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল উৎসব শুরু বর্তমান চ্যাম্পিয়নদের। ইরানিয়ান ডিফেন্ডার খালিদ শাফেয়ির দূরপাল্লার থ্রো থেকে হেডে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। আট মিনিট পর বারিধারা ডি-বক্সে স্বদেশী রবসনের কাটব্যাকে ডানপায়ের শটে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান জোনাথন।
৩৩ মিনিটে রবসনকে দিয়ে গোল করিয়ে যেন কৃতজ্ঞতা স্বীকার করেন জোনাথন। গোলটি যেন ঠিক দ্বিতীয় গোলের পুনরাবৃত্তি! জোনাথনের কাটব্যাকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন লাতিন অঞ্চল থেকে বসুন্ধরার তৃতীয় প্রতিনিধি।
দ্বিতীয়ার্ধেও লাতিন দাপটে ম্যাচে কূল-কিনারা খুঁজে পায়নি বারিধারার রক্ষণ। ৫৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোনাথনের মাটি কামড়ানো শটে যেন কিছুই করার ছিল না বারিধারা গোলরক্ষক আজাদ হোসেনের।
বসুন্ধরার পঞ্চম গোলে এসে ঝলক দেখান দেশি উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। মাঝমাঠ থেকে রাউল বেসেরার লম্বা পাসে আগুয়ান ইব্রাহিমকে ঠেকাতে ডি-বক্সের বাইরে চলে এসেছিলেন বারিধারা গোলরক্ষক। দারুণ ড্রিবলিংয়ে তাঁকে পরাস্ত করে ফাঁকায় দাঁড়ানো বেসেরাকেই আবারও বল বাড়ান ইব্রাহিম। ঠান্ডা মাথায় সেই পাসে বল লক্ষ্যে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচের অতিরিক্ত সময়ে এসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পেতে পারতেন বেসেরা কিংবা জোনাথনের যে কেউ। দুজনেরই তখন জোড়া গোল। তবে এ দুজনের বদলে পেনাল্টি শট নেন রবসন। ম্যাচ শেষ হয় তিন লাতিন তারকার জোড়া গোলের হাসিতে।
পাসপোর্ট জটিলতায় কিংসদের হয়ে এই ম্যাচে নামতে পারেননি ‘নব্য’ বাংলাদেশি এলিটা কিংসলে। খেলতে না পারলেও মাঠে এসে ঠিকই দেখেছেন স্বতীর্থদের খেলা।
ঢাকা: প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় পর্বও সেখান থেকে শুরু করল বসুন্ধরা কিংস। গত ২৮ ফেব্রুয়ারি আবাহনীর জালে এক হালি গোল দিয়ে বিরতিতে গিয়েছিল কিংসরা। দুই মাসের বিরতি শেষে এবার উত্তর বারিধারাকে ৬-০ গোলে হারাল তারা। দলের তিন লাতিন তারকা করেছেন দুটি করে গোল।
১৪ মে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন। মালদ্বীপে উড়ালের আগে প্রস্তুতি হিসেবে বিপিএলে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে অস্কার ব্রুজনের দল। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করার মিশন নিয়ে যেন নেমেছে কিংসরা। ব্রাজিলের দুই খেলোয়াড় রবসন রবিনিও, জোনাথন ফার্নান্দেজ ও আর্জেন্টিনার রাউল বেসেরা-প্রত্যেকেই করেছেন দুটি করে গোল।
১৩ ম্যাচে দ্বাদশ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শেখ জামালের সঙ্গে বসুন্ধরার পয়েন্ট পার্থক্য এখন ১১। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৩৭। এই ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করে নিজের গোল সংখ্যা ১৪তে নিয়ে গেছেন সর্বোচ্চ গোলদাতা রবসন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকালকে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল উৎসব শুরু বর্তমান চ্যাম্পিয়নদের। ইরানিয়ান ডিফেন্ডার খালিদ শাফেয়ির দূরপাল্লার থ্রো থেকে হেডে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। আট মিনিট পর বারিধারা ডি-বক্সে স্বদেশী রবসনের কাটব্যাকে ডানপায়ের শটে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান জোনাথন।
৩৩ মিনিটে রবসনকে দিয়ে গোল করিয়ে যেন কৃতজ্ঞতা স্বীকার করেন জোনাথন। গোলটি যেন ঠিক দ্বিতীয় গোলের পুনরাবৃত্তি! জোনাথনের কাটব্যাকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন লাতিন অঞ্চল থেকে বসুন্ধরার তৃতীয় প্রতিনিধি।
দ্বিতীয়ার্ধেও লাতিন দাপটে ম্যাচে কূল-কিনারা খুঁজে পায়নি বারিধারার রক্ষণ। ৫৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোনাথনের মাটি কামড়ানো শটে যেন কিছুই করার ছিল না বারিধারা গোলরক্ষক আজাদ হোসেনের।
বসুন্ধরার পঞ্চম গোলে এসে ঝলক দেখান দেশি উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। মাঝমাঠ থেকে রাউল বেসেরার লম্বা পাসে আগুয়ান ইব্রাহিমকে ঠেকাতে ডি-বক্সের বাইরে চলে এসেছিলেন বারিধারা গোলরক্ষক। দারুণ ড্রিবলিংয়ে তাঁকে পরাস্ত করে ফাঁকায় দাঁড়ানো বেসেরাকেই আবারও বল বাড়ান ইব্রাহিম। ঠান্ডা মাথায় সেই পাসে বল লক্ষ্যে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচের অতিরিক্ত সময়ে এসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পেতে পারতেন বেসেরা কিংবা জোনাথনের যে কেউ। দুজনেরই তখন জোড়া গোল। তবে এ দুজনের বদলে পেনাল্টি শট নেন রবসন। ম্যাচ শেষ হয় তিন লাতিন তারকার জোড়া গোলের হাসিতে।
পাসপোর্ট জটিলতায় কিংসদের হয়ে এই ম্যাচে নামতে পারেননি ‘নব্য’ বাংলাদেশি এলিটা কিংসলে। খেলতে না পারলেও মাঠে এসে ঠিকই দেখেছেন স্বতীর্থদের খেলা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে