ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
থামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
১ ঘণ্টা আগেক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতো গতিময় আর তীব্র পেস আক্রমণ মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা। ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও বাংলাদেশ দলের কাছে এখনো তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত...
২ ঘণ্টা আগেআবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা...
২ ঘণ্টা আগে