ক্রীড়া ডেস্ক
ফুটবলের ‘ব্যাড বয়’ তিনি। নিয়ম শৃঙ্খলার ধার ধারেন না। কোচরা তাঁকে সামলাতে হিমশিম খান। যে কারণে অমিত সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও কোথাও বেশি দিন খেলতে পারেননি মারিও বালোতেল্লি। যাযাবরের মতন ঘুরে বেড়িয়েছেন এক দেশ থেকে অন্য দেশ, এক লিগ থেকে অন্য লিগে।
সেই বালোতেল্লি আবারও ফিরেছেন সিরি ‘আ’তে। কিন্তু ফেরার ম্যাচেই ৬ মিনিটের মাথায় দেখলেন হলুদ কার্ড। দল পাল্টালেও স্বভাব যে পাল্টায়নি সেটি জানিয়ে দিলেন আরেকবার। গতকাল পার্মার বিপক্ষে ম্যাচ দিয়ে জেনোয়ার জার্সিতে অভিষেক হয়েছে বালোতেল্লির।
ম্যাচটিতে ৩৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার মাঠে নামেন ৮৬ মিনিট। ততক্ষণে জেনোয়া ১-০ গোলে এগিয়ে। ম্যাচে তখন অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিট চলছে। এ সময় ফাউল করে হলুদ কার্ড দেখেন বালোতেল্লি। চার বছর পর ইতালিয়ান শীর্ষ লিগে প্রথম ম্যাচ খেললেন তিনি।
গত সপ্তাহে জেনোয়ার সঙ্গে চুক্তি করেন বালোতেল্লি। সিরি ‘আ’তে তাঁকে সবশেষ দেখা গেছে নিজের শহরের ক্লাব ব্রেসিয়ার হয়ে, ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে ইতালির আরেক ক্লাব মোনজার জার্সিতেও দেখা গেছে ফুটবলের এই ব্যাড বয়কে। তবে তখন ক্লাবটি খেলছিল ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে।
বালোতেল্লির অভিষেক ম্যাচে জয় পেয়েছে জেনোয়া। তিন পয়েন্ট নিয়ে লিগ তালিকার অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরেও উঠে এসেছে ক্লাবটি। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ১৭ তম স্থানে। ২৪ আগস্টে মোনজার বিপক্ষে জয়ের পর এটিই জেনোয়ার প্রথম জয়।
ক্যারিয়ারের শুরুতে বালোতেল্লি খেলেছেন ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। এরপর ফ্রেঞ্চ লিগ আঁ ঘুরে মিলানের ব্রেসিরয়ার হয়ে ফিরেছিলেন ইতালিয়ান ফুটবলে। পরে তাঁকে দেখা গেছে তুরস্ক ও সুইডিশ ফুটবলেও। ইতালির হয়ে ২০১৮ সালে সবশেষ ম্যাচ খেলেছেন বালোতেল্লি।
ফুটবলের ‘ব্যাড বয়’ তিনি। নিয়ম শৃঙ্খলার ধার ধারেন না। কোচরা তাঁকে সামলাতে হিমশিম খান। যে কারণে অমিত সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও কোথাও বেশি দিন খেলতে পারেননি মারিও বালোতেল্লি। যাযাবরের মতন ঘুরে বেড়িয়েছেন এক দেশ থেকে অন্য দেশ, এক লিগ থেকে অন্য লিগে।
সেই বালোতেল্লি আবারও ফিরেছেন সিরি ‘আ’তে। কিন্তু ফেরার ম্যাচেই ৬ মিনিটের মাথায় দেখলেন হলুদ কার্ড। দল পাল্টালেও স্বভাব যে পাল্টায়নি সেটি জানিয়ে দিলেন আরেকবার। গতকাল পার্মার বিপক্ষে ম্যাচ দিয়ে জেনোয়ার জার্সিতে অভিষেক হয়েছে বালোতেল্লির।
ম্যাচটিতে ৩৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার মাঠে নামেন ৮৬ মিনিট। ততক্ষণে জেনোয়া ১-০ গোলে এগিয়ে। ম্যাচে তখন অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিট চলছে। এ সময় ফাউল করে হলুদ কার্ড দেখেন বালোতেল্লি। চার বছর পর ইতালিয়ান শীর্ষ লিগে প্রথম ম্যাচ খেললেন তিনি।
গত সপ্তাহে জেনোয়ার সঙ্গে চুক্তি করেন বালোতেল্লি। সিরি ‘আ’তে তাঁকে সবশেষ দেখা গেছে নিজের শহরের ক্লাব ব্রেসিয়ার হয়ে, ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে ইতালির আরেক ক্লাব মোনজার জার্সিতেও দেখা গেছে ফুটবলের এই ব্যাড বয়কে। তবে তখন ক্লাবটি খেলছিল ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে।
বালোতেল্লির অভিষেক ম্যাচে জয় পেয়েছে জেনোয়া। তিন পয়েন্ট নিয়ে লিগ তালিকার অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরেও উঠে এসেছে ক্লাবটি। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ১৭ তম স্থানে। ২৪ আগস্টে মোনজার বিপক্ষে জয়ের পর এটিই জেনোয়ার প্রথম জয়।
ক্যারিয়ারের শুরুতে বালোতেল্লি খেলেছেন ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। এরপর ফ্রেঞ্চ লিগ আঁ ঘুরে মিলানের ব্রেসিরয়ার হয়ে ফিরেছিলেন ইতালিয়ান ফুটবলে। পরে তাঁকে দেখা গেছে তুরস্ক ও সুইডিশ ফুটবলেও। ইতালির হয়ে ২০১৮ সালে সবশেষ ম্যাচ খেলেছেন বালোতেল্লি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩১ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে