ক্রীড়া ডেস্ক
লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলে ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ জয় দিয়ে শুরু করেছে ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছেন লিওনেল মেসি-সুয়ারেজরা।
প্রথম পর্বের এই রাউন্ডটি তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম লেগে আটলান্টাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি। যদি আগামী ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। জয় না পেলেও আগামী ১০ নভেম্বর তৃতীয় ও ভাগ্য নির্ধারণের ম্যাচটি হবে ফোর্ট লডারডেলে।
আজ বাংলাদেশ সময় শুরু হওয়া ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। সুফল পেয়ে গেল দ্বিতীয় মিনিটেই। ৯০ সেকেন্ডে সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তারপর আর্জেন্টাইন সুপারস্টার মেসিও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজানের দারুণ সেভের ব্যর্থ হয়েছেন বারবার।
উল্টো ৩৯ মিনিটের সাবা লবঝানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের আরও ধারা বাড়ায় মায়ামি। ম্যাচে গোলের জন্য ২২টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। একটু সময় লাগলেও জয় নির্ধারণ করে দেওয়া গোলটি আসে ৬০ মিনিটে। বাঁ-পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন আলবা। দল পায় ২-১ গোলের জয়।
লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলে ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ জয় দিয়ে শুরু করেছে ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছেন লিওনেল মেসি-সুয়ারেজরা।
প্রথম পর্বের এই রাউন্ডটি তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম লেগে আটলান্টাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি। যদি আগামী ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। জয় না পেলেও আগামী ১০ নভেম্বর তৃতীয় ও ভাগ্য নির্ধারণের ম্যাচটি হবে ফোর্ট লডারডেলে।
আজ বাংলাদেশ সময় শুরু হওয়া ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। সুফল পেয়ে গেল দ্বিতীয় মিনিটেই। ৯০ সেকেন্ডে সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তারপর আর্জেন্টাইন সুপারস্টার মেসিও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজানের দারুণ সেভের ব্যর্থ হয়েছেন বারবার।
উল্টো ৩৯ মিনিটের সাবা লবঝানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের আরও ধারা বাড়ায় মায়ামি। ম্যাচে গোলের জন্য ২২টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। একটু সময় লাগলেও জয় নির্ধারণ করে দেওয়া গোলটি আসে ৬০ মিনিটে। বাঁ-পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন আলবা। দল পায় ২-১ গোলের জয়।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২২ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে